মধ্যরাতে অন্ধকারে সশস্ত্র অভিযানঃ অভিযানের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।

লিখেছেন লিখেছেন মেফতাউল ইসলাম ২২ মে, ২০১৩, ০৯:৪০:৩৫ সকাল



হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ করার পর মতিঝিলে দোয়া অনুষ্ঠানের কথা বলে পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচীর ঘোষণা দিলে সরকার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ অভিযানের পর ব্যাপক আলোচনা, সমালোচনা, গুজবের সৃষ্টি হয়। হেফাজত এবং বিরোধী দল দুই-তিন হাজার মানুষ মারা যাওয়ার গুজব তোলে। অন্যদিকে, সরকার এই সাড়াশি অভিযানে মাত্র সাতজন মানুষ নিহত হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করে। আমার মনে হয়, শাপলা চত্বরে ওইরাতের অভিযানে হতাহতের ঘটনা নিয়ে উভয় পক্ষই মিথ্যাচার করেছে। অন্যদিকে, একই দিনে ইসলামিক এবং দিগন্ত টিভি বন্ধ করে দেওয়ায় অভিযানে হতাহতের পরিমাণ নিয়ে আরো বেশি সন্দেহের সৃষ্টি হয়েছে। কেননা এ দুটি টিভি চ্যানেল অভিযানের ভয়াবহতা সরাসরি প্রচার করছিলো বলে জানা গেছে। হতাহতের পরিমাণ যাই হোক, সরকারের নিকট প্রশ্ন, একটি অভিযানে হতাহতের ঘটনা কেন ঘটবে? প্রতিটি ব্যক্তির জীবনের নিরপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। অভিযানের সময় সরকার কি রাষ্ট্রের এ গুরুদায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল ছিল? বিদ্যুৎ বন্ধ করে মধ্যরাতে অভিযান পরিচালনার ক্ষেত্রে সরকার কি জনগনের জীবণনাশের ঝুঁকি সম্পর্কে একটিবারও চিন্তা করেছিল? বর্তমান কল্যাণমুলক রাষ্ট্রব্যবস্থায়, এ ধরনের অভিযানে প্রাণহানির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও সেখানে অভিযানের সিদ্ধান্ত নিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের উচিৎ ছিলো অভিযানের পূর্বে সমঝোতার প্রতি আরো বেশি গুরুত্বারোপ করা। প্রয়োজনে প্রধানমন্ত্রী নিজে আল্লামা শফিকে গণভবনে ডেকে আলোচনা করতে পারতেন। আর এটা করা হলে শাপলাতে হয়তো সেদিন অভিযান পরিচালনা করার প্রয়োজন হতনা।

বিষয়: রাজনীতি

১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File