আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন শুরু!
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২০ নভেম্বর, ২০১৩, ০৪:২৬:১৫ বিকাল
পল্টনে তিল ধারনের জায়গা নেই। পোষ্টার আর ব্যানারে ভরে গেছে।
মুহুমুহু মিছিল আর শ্লোগান। এতবড় জমায়েত সম্প্রতি দেখা যায়নি। সরকারের
পোষা বাহিনী চারিদিক থেকে ঘিরে আছে।
মনে হচ্ছে আআজকে একটা খেলা ফাইনাল হবে।খালেদা জিয়া ভাষণ শুরু
করলেন “ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। কথা বলার সময় আজ আর নেই।
এখন সময় মাঠে নামার, এখন সময় প্রতিরোধ গড়ে তোলার। আমরা সময়
দিয়েছিলাম কিন্তু তারা এটাকে দুর্বলতা ভেবেছে। এই সরকার, এই
প্রধানমন্ত্রী, এই মন্ত্রিসভা অবৈধ।দেশ ও জাতিকে রক্ষার্থে আজ
থেকে আমি সমান্তরাল সরকার গঠন করলাম।আমার নেতৃত্বে দেশ চলবে। আজ
থেকে সারা দেশে অসহযোগ শুরু হল। সরকারী কর্মকর্তারা কেউ
অফিসে যাবেননা । আজথেকে দূরপাল্লার সমস্ত বাস এবং ট্রাক অনিদিষ্ট
কালের জন্য বন্ধ ঘোষণা করা হল। আইন প্রয়োগকারী সমস্ত সংস্থা, সকল
আদালতের কার্যক্রম স্থগিত করা হল। পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলুন।
সকল দলের নেতাদের বলছি হয় রাস্তায় নেমে আসুন সামনে থেকে নেতৃত্ব
দিন অথবা রাজনীতিকে বিদেয় জানান। টকশোতে ঝড় না তুলে মাঠে ঝড়
তুলুন। সকল টিভি চ্যানেল এবং পেপার বর্জন করুন। আজ থেকে দিগন্ত
টিভি অন লাইনে চালু হবে এবং আমারদেশ অনলাইনে দেখুন।
ফেসবুকে বাঁশের কেল্লা, দ্বিতীয় আলো, বাংলাদেশ
জাতীয়তাবাদী দল দেখুন। শাহাবাগে প্রতিরোধ মঞ্চ তৈরি হচ্ছে, যোগ
দিন। আমি সাধারন মানুষের কথা শোনার জন্য প্রতিদিন ২
ঘণ্টা শাহাবাগে উপস্থিত থাকব। সর্বোপরি মনে রাখতে হবে এ লড়াই
জনগনের কল্যাণের জন্য, কাজেই এতে সাধারন জনগন যাতে ক্ষতিগ্রস্ত না হয়
এবং আল্লাহ্ যাতে অখুশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বাংলাদেশের প্রথম শ্যাডো প্রাইম মিনিস্টার হিসেবে আমি আল্লাহর
কাছে সাহায্য চাই। এবারের আন্দোলন জালিম পতনের আন্দোলন, এবারের
আন্দোলন দেশ রক্ষার আন্দোলন। বাংলাদেশ জিন্দাবাদ”।চারি
দিকে সবাইকে দেখলাম মোবাইলে ব্যস্ত। দেশ বন্ধ হল; এবার কিছু
একটা হবে। মাকে ফোন দেই কাল অফিস নাই।(কাল্পনিক তবে অবাস্তব নয়)
Tanzeer Hamid
বিষয়: রাজনীতি
১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন