কউমিদের গোঁড়ামি, ক্ষতিকর ইসলামের জন্য

লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ১৮ জুলাই, ২০১৩, ০১:৩০:৪৪ দুপুর

গত রাত থেকে কউমিদের একটা গ্রুপ এর সাথে অনেক তর্ক বিতর্ক হল। তারা আবার চরমোনায়ের সমর্থক।

অন্য কউমিরা কেমন তা বলব না, তবে যাদের সাথে কথা হল তাদের সম্পর্কে এখন আমার ধারনা এই যে, তারা সবাই অন্ধ, বাস্তবতার সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা যুক্তি বোঝে না, তাদের মুরুব্বিরা যেটা বলে দিয়েছে তারা সেতা অন্ধ ভাবে মেনে নিয়ে জীবন পার করে দিবে।ইসলামের একটা অন্যতম শিক্ষা হল সংশোধনের মানসিকতা থাকা। মানুষ কখনও ফেরেস্তা হতে পারেনা। কেউ বলতে পারবে না যে আমি সব জানি। যুক্তিতে আসতে হবে। কিন্তু তাদের মধ্যে এই মনভাব তো নেই, বরং তাল গাছ আমার' এই রকম মনভাব। এটা কাম্য নয়।

এছাড়া তাদের ব্যবহার ভালো পাই নি। গালিগালাজ করে, তুই তামারি করে। এটা অগ্রহন যোগ্য ।

তাই কউমি ভাইদের বলব, অন্ধত্ব পরিহার করে আলোকিত হন। এতে আপনার এবং ইসলাম উভয়ের কল্যাণ হবে।

এখন অনেকে বলবেন, "ভাই, আপনি শিবির করেন তাই এরকম বলছেন। ঠিক আছে, আপনি যদি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারেন যে জামাত শিবিরের চেয়ে উন্নতমানের ইসলামি দল এই দেশে আছে, তাহলে আজকেই আমি তাতে যোগ দেব।

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File