বিশ্বযুদ্ধের দামামা: সতর্ক থাকুন।
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২১ মে, ২০১৩, ০৬:২১:৩৫ সন্ধ্যা
বাংলাদেশে ফেসবুকে ইসলামপন্থি ও নাস্তিক গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্ক জুকারবার্গ। তিনি আশংকা করছেন, যদি এই যুদ্ধ স্থগিত না করা হয় তাহলে তা বিশ্বের অন্যান্য দেশেও ছডিয়ে পড়তে পারেএবং শেষ পরিনতি হিসেবেফেসবুকের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। ইতিমধ্যে ভারত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই বিশ্বযুদ্ধ থামানোর জন্য তিনি ফেসবুক একমাসের জন্য বন্ধ রাখার চিন্তা ভাবনা করছেন। এছাড়া তিনি জাতিসংঘের আইটি উপদেষ্টাকে অনুরোধ করেছেন তিনি যেন বাংলাদেশে ফেসবুকে বিবাদমান দুইগ্রুপের মধ্যে সংলাপে বসার ব্যবস্থা করেন। তারা যদি সরাসরি বসতে না চায় তাহলে সেক্ষেত্রে চ্যাটিং এর মাধ্যমে সংলাপ করা যেতে পারে।
এদিকে বাংলাদেশের নাস্তিক গ্রুপ যুদ্ধে"CP ব্যাং" নামক ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র ব্যবহারকরায় এর মোকাবেলায় ও পাল্টা আঘাত করতে ইসলামপন্থীরা "Anti-virus" নামক পারমানবিক অস্ত্রের পরীক্ষা মূলক বিস্ফোরন ঘটিয়েছে এবং এর আঘাতে নাস্তিকদের বেশ কয়েকটি পেইজ ও আইডি নিহত ও অনেক আহত হয়েছে। অনেক পোস্ট নিখোজ। যুদ্ধে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেউদ্বিগ্ন হয়ে জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকে সংযমী হওয়ার আহবান জানিয়েছেন। এছাড়া সংকট নিরসনে জাতি সংঘ শান্তিরক্ষী বাহিনী বেশ কয়েক টি আইডি ও গ্রুপ খুলেছে বাংলাদেশে।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন