চোরের দেশের নাগরিক আমরা সবাই!!!
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৬ জুলাই, ২০১৫, ০৩:১৮:৩১ দুপুর
বেশ কিছু দিন আগে টলিউডের একটা ছবিতে নায়েক দেবকে ইস্কুল পড়ুয়া ছোট একটা ছেলে জিজ্ঞাস করে, "তুমি কোন ক্লাসে পড় ভাই? তখন দেবে বলে ঠিক সময় বিয়ে করলে এতো দিনে তোর মত আমার ছেলে থাকতো। আর আমি যেই ইস্কুল থেকে পড়েছি সেই ইস্কুল থেকে নাম করা চোরেরা বাহির হয়। যেমনঃ দুই চাকা চোর, তিন চাকা চোর, চার চাকা চোর এই সব চোরেরা বাহির হয়।
এই বার মূল কথায় আসি, আমরা এমন দেশের নাগরিক যেই দেশের প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা হয় সব চোর। শুধু প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা না এমপি মন্ত্রীর ছেলে মেয়েরাও এমনকি এমপি মন্ত্রীরাও চোর আমাদের দেশের।
কোন বিদেশী যদি আমাদের কে জিজ্ঞাস করে কোন দেশের নাগরিক তাহলে আমারা মনে হয় গর্ব করে বলতে পারবো আমরাই চোরের দেশের নাগরিক যেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ৯০ শতাংশ মানুষ চোর।
সব শেষে একটা কথা বলতেই হয় আমরা যদি আমাদের নিজেদের অধিকারের বা নিজেদের সঠিক বুঝ বুঝতে না পারি তাহলে আমরা সারা জীবন চোরদের অধীনেই থাকতে হবে। আর বাংলাদেশের সব দলের মধ্যে এইসব চোরের বসবাস।
বিষয়: রাজনীতি
১৪৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনি আরো বলেছেন, সবাই তেলের খনি, সোনার খনি পায়, আমি পেয়েছি চোরের খনি। তিনি খনি বলতে তার দলের কথাই বলেছেন, কেননা আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগ ব্যতীত অন্য কেউ সুঁই পরিমান সুবিধাও পায় না। ধন্যবাদ
সহমত পোষণ করছি-আমরা চোরের জাতি???
মন্তব্য করতে লগইন করুন