চোরের দেশের নাগরিক আমরা সবাই!!!

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৬ জুলাই, ২০১৫, ০৩:১৮:৩১ দুপুর

বেশ কিছু দিন আগে টলিউডের একটা ছবিতে নায়েক দেবকে ইস্কুল পড়ুয়া ছোট একটা ছেলে জিজ্ঞাস করে, "তুমি কোন ক্লাসে পড় ভাই? তখন দেবে বলে ঠিক সময় বিয়ে করলে এতো দিনে তোর মত আমার ছেলে থাকতো। আর আমি যেই ইস্কুল থেকে পড়েছি সেই ইস্কুল থেকে নাম করা চোরেরা বাহির হয়। যেমনঃ দুই চাকা চোর, তিন চাকা চোর, চার চাকা চোর এই সব চোরেরা বাহির হয়।

এই বার মূল কথায় আসি, আমরা এমন দেশের নাগরিক যেই দেশের প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা হয় সব চোর। শুধু প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা না এমপি মন্ত্রীর ছেলে মেয়েরাও এমনকি এমপি মন্ত্রীরাও চোর আমাদের দেশের।

কোন বিদেশী যদি আমাদের কে জিজ্ঞাস করে কোন দেশের নাগরিক তাহলে আমারা মনে হয় গর্ব করে বলতে পারবো আমরাই চোরের দেশের নাগরিক যেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ৯০ শতাংশ মানুষ চোর।

সব শেষে একটা কথা বলতেই হয় আমরা যদি আমাদের নিজেদের অধিকারের বা নিজেদের সঠিক বুঝ বুঝতে না পারি তাহলে আমরা সারা জীবন চোরদের অধীনেই থাকতে হবে। আর বাংলাদেশের সব দলের মধ্যে এইসব চোরের বসবাস।

বিষয়: রাজনীতি

১৪২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331723
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জি ভাই আপনিও তাদের একজন!!!!
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৫৭
274162
মাজহারুল ইসলাম লিখেছেন : স্বীকার করি আমিও তাদের একজন।
331750
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের এই চোর দের হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৫৮
274163
মাজহারুল ইসলাম লিখেছেন : আগে নিজের ভালো খারাপ সম্পর্কে আমাদের বুঝতে হবে তারপরে এদের হাত থেকে বাঁচা যাবে।
331762
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজ দলের নিশাচর কর্মীদের উৎপাতে ত্যক্ত বিরক্ত হয়ে বলেছিলেন। 'আমার চার পাশে যারা ঘুরঘুর করে সব সালাই চোর'। যদিও তাঁর চার পাশে দলীয় মানুষ ছাড়া আর কারো ঘুড়াঘুড়ির সুযোগ ছিলনা।

তিনি আরো বলেছেন, সবাই তেলের খনি, সোনার খনি পায়, আমি পেয়েছি চোরের খনি। তিনি খনি বলতে তার দলের কথাই বলেছেন, কেননা আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগ ব্যতীত অন্য কেউ সুঁই পরিমান সুবিধাও পায় না। ধন্যবাদ
২৭ জুলাই ২০১৫ দুপুর ১২:০০
274165
মাজহারুল ইসলাম লিখেছেন : মুজিব কাকু শুধু তার দলের কথা বলেছে কিন্তু মুজিব কাকু তার ছেলেদের কথা বলে যায় নাই। আর বিএনপির কেউ তারেক জিয়ার চুরির কথা স্বীকার পর্যন্ত করে না।
331764
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজ দলের নিশাচর কর্মীদের উৎপাতে ত্যক্ত তিনি আরো বলেছেন, সবাই তেলের খনি, সোনার খনি পায়, আমি পেয়েছি চোরের খনি।

সহমত পোষণ করছি-আমরা চোরের জাতি???
২৭ জুলাই ২০১৫ দুপুর ১২:০০
274167
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File