বাংলাদেশে সরকার ঘুম থেকে কখন জাগবে
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৮ এপ্রিল, ২০১৫, ১১:০৪:৪৪ সকাল
প্রবাসী ভাইদের টাকায় এখনো এই দেশের অর্থনীতির চাকা সচল আছে। কিন্তু এই প্রবাসী ভাইদের কোন সমস্যা হলে বাংলাদেশ সরকার কোন প্রকার সহায়তা করে না। আর এই প্রবাসী ভাইয়েরা দেশে আশার সময় এবং যাওয়ার সময় বিমান বন্দরের পুলিশ নামের কিছু কুলাঙ্গারের ব্যবহার এমন যা ভাষায় প্রকাশ করা কার মত না। তাদের মনে হয় এরা প্রবাসে থাকায় বিষণ অপরাধ এই প্রবাসী ভাইদের।
বেশ কিছু দিন ধরেই গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। ইয়েমেনে প্রায় আড়াই থেকে তিন হাজার প্রবাসী বাংলাদেশী আছে। এখন পর্যন্ত এই সব ভাইদের উদ্ধারের তেমন কোন চেষ্টা করে নাই বাংলাদেশ সরকার। আর আমাদের পাশের দেশ ভারত প্রায় উদ্ধারের শেষ করে পেলছে।
এই সব প্রবাসী ভাইদের কোন ক্ষতি হলে এর দায় নিবে কি বাংলাদেশ সরকার? আশা করি এই সব ভাইদের দ্রুত উদ্ধার করবে বাংলাদেশ সরকার।
বেয়াইন আর বেয়াই মিলে প্রবাসী ভাইদের বিশ মারতেছে ২০০৯ সাল থেকে।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অথচ ইউরোপ আমেরিকার একজন মরলেও সারা দুনিয়া কাঁপিয়ে তোলে।
মন্তব্য করতে লগইন করুন