বাংলাদেশে সরকার ঘুম থেকে কখন জাগবে

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৮ এপ্রিল, ২০১৫, ১১:০৪:৪৪ সকাল

প্রবাসী ভাইদের টাকায় এখনো এই দেশের অর্থনীতির চাকা সচল আছে। কিন্তু এই প্রবাসী ভাইদের কোন সমস্যা হলে বাংলাদেশ সরকার কোন প্রকার সহায়তা করে না। আর এই প্রবাসী ভাইয়েরা দেশে আশার সময় এবং যাওয়ার সময় বিমান বন্দরের পুলিশ নামের কিছু কুলাঙ্গারের ব্যবহার এমন যা ভাষায় প্রকাশ করা কার মত না। তাদের মনে হয় এরা প্রবাসে থাকায় বিষণ অপরাধ এই প্রবাসী ভাইদের।

বেশ কিছু দিন ধরেই গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। ইয়েমেনে প্রায় আড়াই থেকে তিন হাজার প্রবাসী বাংলাদেশী আছে। এখন পর্যন্ত এই সব ভাইদের উদ্ধারের তেমন কোন চেষ্টা করে নাই বাংলাদেশ সরকার। আর আমাদের পাশের দেশ ভারত প্রায় উদ্ধারের শেষ করে পেলছে।

এই সব প্রবাসী ভাইদের কোন ক্ষতি হলে এর দায় নিবে কি বাংলাদেশ সরকার? আশা করি এই সব ভাইদের দ্রুত উদ্ধার করবে বাংলাদেশ সরকার।

বেয়াইন আর বেয়াই মিলে প্রবাসী ভাইদের বিশ মারতেছে ২০০৯ সাল থেকে।

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313632
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৬
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
313641
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : প্রবাসীদের উচিত দেশের আপনজনদের নিয়ে যাওয়া । বাঁচি কি মরি প্রবাসেই ।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৮
254663
মাজহারুল ইসলাম লিখেছেন : ভালো বুদ্ধি।
313660
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আশা করতেই পারেন, তবে আশানুরূপ পদক্ষেপ আশা করবেন না! যা চাইলে অরণে রোদন করার শামিল, তা না চাওয়াই ভালো! ভরসা উপরওয়ালা ।
313673
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৭
আবু জান্নাত লিখেছেন : ক্ষমতা চিরকাল থাকলেই হল, প্রবাসী জাহান্নামে যাক তাকে তাদের কি? জনগণ মরলে কি হবে? দেশের মাটি তো আর মরবে না। যে হারে বনি আদম জন্মগ্রহন করছে তাতে দু'এক লক্ষ মরলেই বা কি?
অথচ ইউরোপ আমেরিকার একজন মরলেও সারা দুনিয়া কাঁপিয়ে তোলে।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩১
254665
মাজহারুল ইসলাম লিখেছেন : বাংলাদেশের রাজনীতিবিদেরা মানুষ না অমানুষের বাচ্চা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File