দুষ্টু-কবিতা-২
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ এপ্রিল, ২০১৫, ১০:০৪:০৩ সকাল
ওয়ারিশসুত্রে সবই এখন আপনার
স্থাবর-অস্থাবর, এমনকি রাবার শার্পনার
মেঘ-রোদ, বাতাস-বৃষ্টি সবই আপনার
আপনি সুন্দরবনের বাঘ, আপনি ভোলার ভাল্লুক
আপনাকে তো আর 'চিড়িয়া' বলা যায় না
ওয়ারিশসুত্রে হলেও এটা আপনারই মুল্লুক!
সিংহ-হরিণে কোলাকুলি করে আপনার নামে
উড়তে উড়তে শকুনগুলো আসমানে থামে
তেল-জল মিশে 'তেজল' আপনার নামে
জলের কুমিড় ভেসে ওঠে কালঘামে
আপনার নামেই সকল সড়কে বাঁশের তোরণ
এমনিতে তো আর 'বাঁশ' দেয়া যায় না
তাই সালু-কাপড়ে ঢেকে শুভেচ্ছা পাঁচফোড়ন!
আপনি আগুনে পুড়বেন না, পানিতে ডুববেন না
দেশের সবকিছু ঠিক আছে, আপনি ভাববেন না!
এই তো আর কয়টা দিন, তারপর সব ঠিকঠাক
আরও কিছু লাশ ফেলতে হতে পারে টুকটাক
লিভিং-লিজেন্ড আপনি, আপনার আয়-আয়ু বাড়ুক
এমন 'রানীকার' বছরে বছরে জন্মায় না
নড়বেন না আপনি, ছাগলে যতই লেজুর নাড়ুক!
বিষয়: সাহিত্য
৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন