ঢাকা শহরে কোন কিছু না জেনে বলবেন না....

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:১১:০২ রাত

আজ এক বন্ধুর সাথে দেখা করতে গেলাম ঢাকার যে কোন একটা স্থানে এবং আরেকটা কাজে। আমি তাকে বললাম আপনি অমুক জায়গায় আসেন। সে বলে ঠিক আছে আমি আসতেছি। আমি তার একটু পরে গিয়ে কল দিলাম আপনি কই? বলে আমি পূর্ব দিকে আছি আপনি আসেন। আমি পূর্ব দিকে অনেক দূর গেলাম কিন্ত তাকে পেলাম না। আবার কল দিলাম আপনি কই আপনি অমুক স্থানের কাছে মানে ৬ মিনিট হেটে ফেলছি কিন্তু তাকে পেলাম না। এই বার আমি বলি আপনি যেই কোন কিছুর নাম বলেন। তখন সে বলে আমি অমুক ক্যাম্পাসের সামনে। সাথে সাথে আমি বেকুব হয়ে গেলাম কারণ ঐটা দক্ষিণ দিক। যাক পরে আবার তার কাছে গিয়ে বলি ভাই ঢাকা শহরে কিছু না চিনে বলবেন না পরে বিপদে পড়বেন। তখন সে বলে আরে আমি মনে করছি ঐটা পূর্ব দিক এই জন্য বলেছি। আমি বলি আরে ভাই আপনি আসছেন উত্তর দিক থেকে গেলেন দক্ষিণ দিক আর একটা মসজিদ আপনার সামনে আছে এর পরেও আপনি দেখেন না কোন দিকে আছেন। এই ২০ মিনিটের জন্য আজ ঐ কাজটা আর হয় নাই যার জন্য প্রায় তিন মাস অপেক্ষায় ছিলা আবার একমাস পরে ঐ ভাইয়ের সাথে দেখা করতে হবে। কারণ যার সাথে দেখা করার কথা ঐ ভাই এত ব্যস্ত যে কিনা ১০ মিনিট সময় দিতে পারে না।

এই বন্ধুর জন্য প্রায় অনেক কাজে বিপদে পড়েছি দুইজনে এর পরেও সে এই সব থেকে সাবধান হয় না। সে এমনিতে অনেক ভালো কিন্তু নিজের গোঁড়ামির কারণে আজ এই অবস্থা হইছে আমাদের।

যাক যারা ঢাকা শহরে নতুন আসছেন দয়া করে না চিনে কিছু বলবেন না, ভুল বললে পরে নিজে বিপদে পড়বেন আমার বন্ধুর মত।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265710
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৬
ফেরারী মন লিখেছেন : এটা শুধু ঢাকা শহরের জন্য নয় সবকিছুর জন্যই প্রযোজ্য। অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
209477
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক বলেছেন
265763
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
নানা ভাই লিখেছেন : দুনিয়ার সব জায়গায়ই আছে এই ধরনের লোক!
এই সব লোকের কথা এবং ইনফরমেশনে ভরসা করা উচিৎ না। Don't Tell Anyone
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
209520
মাজহারুল ইসলাম লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File