কথা বার্তায় সতর্ক হউন
লিখেছেন লিখেছেন বান্দা ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২৭:২০ সকাল
আবু হুরায়রায়(রাঃ)থেকে বর্ণিত-রসূল(সাঃ)বলেছেন-তোমাদের কেউ যেন এরূপ না বলে-"তোমার প্রভূকে আহার করাও".."তোমার প্রভূকে অজু করাও" .."তোমার প্রভূকে পান করাও" আর গোলামরা যেন বলে-"আমার মনিব,আমার অভিভাবক। মনিবরা যেন তাদের ভৃত্যদেরকে বলে বলে-"আমার বালক/বালিকা,আমার খাদিম।-বুখারী,মুসলিম
এখানে বুঝানো হয়েছে যে-যেসকল শব্দ আল্লাহর শানে যায়,তা মানুষের শানে উচ্চারন করা যাবেনা। অনেকে তাদের নিয়োগকর্তাকে মালিক বলে থাকে,এটা করা যাবেনা। আবার অনেকে তাদের বাড়িতে কাজের লোকদেরকে দাসী,বান্দী,বান্দা,দাস ইত্যাদী শব্দে ডেকে থাকে। এগুলো করা যাবেনা।
আমাদের মালিক আল্লাহ এবং আমরা তার দাস/দাসী। অতএব এসব শব্দগুলো ব্যবহারে সাবধান থাকতে হবে।
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন