একটা দ্বীনদার মেয়ে কেন একজন দ্বীনদার ছেলে খোঁজে?

লিখেছেন লিখেছেন বান্দা ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩৬:১৫ রাত



একটা দ্বীনদার মেয়ে কেন একজন দ্বীনদার ছেলে খোঁজে?

একটাই কারণ--আল্লাহ ফ্যাকটর। দুটো মানুষের মধ্যে সম্পর্কে ইনসাফ ব্যাপারটা খুব জরুরি। যে মানুষটা আল্লাককে ভয় পায় সে ইনসাফ করে। যার আল্লাহর শাস্তির ভয় নেই, তার বিবেকবোধ কুকুরের বিবেকের কাছাকাছি।

একটা মেয়ে এই নিরাপত্তার জায়গাটা খোঁজে। একটা ইসলাম বোঝা ছেলে কখনও মেয়েদের হুমায়ুন আজাদের চোখে সন্তানধারণকারী পশু হিসেবে দেখবে না, জাফর ইকবালের মতো মজা লুটবে না, পরিমলদের মতো কুকুরের বাচ্চাগিরি করবে না।

স্ত্রী হিসেবে দেখবে, সম্মান করবে, ভালোবাসবে। যখন সৌন্দর্য হারিয়ে যাবে, শরীরের শক্ত বাঁধুনিগুলো থাকবে না--তখনও ভালোবাসবে। এই ভালোবাসাটার উৎস আল্লাহকে ভয় করা।

সেকুলার বাপ-মাকে ব্যাপারটা বোঝানো যায় না এটাই আফসোসের ব্যাপার।

বিষয়: বিবিধ

১৩৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305275
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪১
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : জীবনে এই প্রথম শুনলাম মেয়েরা 'দ্বীনদার' পাত্র খোঁজে।
305302
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৯
হতভাগা লিখেছেন : মেয়েরা দ্বীনদ্বার পাত্র খোঁজে সেটা বাবা মায়ের চাপে পড়ে । বিয়ের আগে তারা যে নিজেদের মধ্যে একটা দ্বীনদারের একটা লুক আনে দ্বীন দার পাত্র পাবার জন্য । বিয়ের পর সেই দ্বীনদার হওয়াটাই হয়ে যায় পাত্রটির আসল দোষ ।

কারণ দ্বীনদারিতা অঢলে টাকা পয়সার ব্যস্তানুপাতিক । মাস খানেক পার হতেই দেখা যাবে যে অন্য বোনের বা বান্ধবীর হাজবেন্ডের সাথে তুলনা করে স্বামীকে সব সময় সে অপরাধবোধ তথা হীনমন্যতায় রাখে ।

কারণ পাত্র হিসেবে তারা চায় এমন একটা ছেলে যে তাকে ইচ্ছেমত তারই(ছেলের) টাকায় বেহিসেবী খরচ করার ক্ষেত্রে কোন বাধা দেবে না।




মেয়েরা হুমায়ুন আজাদ ও জাফর ইকবালদেরই পছন্দ করে শফিদের কথার তুলনায় । শফির কথার প্রতিবাদ করতে মেয়েদের দেখা গেছে মেয়েদের যেমনটা তেমনটা দেখা যায় নি হুমায়ুন আজাদদের নোংরা লেখনীর ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File