দেখী আপনি কত বড় পন্ডিত !!(ফান পোস্ট)

লিখেছেন লিখেছেন বান্দা ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫০:৫১ সকাল



কথায় কথায় ফুলের উপমা দেন

এবার কিছু ফুলের ছবি দিলাম

পারলে নাম বলেন





২.



৩.



৪.



৫.



৬.



৭.



৮.



৯.



নাম বলতে পারলে পুরষ্কার আছে্ । তাই মাথা খাটান। না পারলে কপালে খারাবী আছে বলে রাখছি। Happy

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304291
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৩
বান্দা লিখেছেন : গোড়ায়ই গলদ হয়ে গেল। প্রথম ফুলের পরিবর্তে আতশবাজি আসল কোথা থেকে ! .....ফুল আপলোড করলাম,তা আতশবাজি হয়ে গেল,কি আচানক কারবার !
304294
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৮
আবু জারীর লিখেছেন : জানলেও বলব না। আমাদের কাছ থেকে জেনে পরে প্রেমিকাকে উপহার দিবেন। তা চলবে না।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৮
246160
বান্দা লিখেছেন : আপনি বেরসিক লোক। ভাবছিলাম নামগুলো জেনে নেব....আর ওসব প্রেমিক ট্রেমিকের গুলি আমি মারিনা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
304295
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৯
কাহাফ লিখেছেন :
বিভেদের বীজ বুনতে চান? নামে কি-বা এসে যায়?ফুল তো ফুলই!বিভেদ সৃষ্টির প্রয়াস বরদাস্ত করা হবে না!!!
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৯
246162
বান্দা লিখেছেন : এ আবার কাকে দাওয়াত করলাম রে বাবা...কঠিন কঠিন কথা....সবগুলো ফুল আপনার। নাম জানার দরকার নেই আমার..Tongue Tongue Tongue Tongue Tongue
304299
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৯
আফরা লিখেছেন : বিসমিল্লায় গলদ আছে তাই আমি বলব না । তবু কি পুরস্কার আছে আগে জানান ভাইয়া । পুরস্কার আমার পছন্দ হলে আপনাকে ফুলের নাম গুলো জানাব ভাইয়া । আমি জানি আপনি যে ফুল গুলোর নাম জানেন না --ঠিক বলেছি না ভাইয়া ।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৯
246146
হতভাগা লিখেছেন : ''বিসমিল্লায় গলদ'' বলা কি ঠিক ?
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৫
246157
আফরা লিখেছেন : আমি জানিনা ভাইয়া আমি কথাটা আমার কারো মুখে শুনেছি আমি ও বলেছি । ঠিক -বেঠিক চিন্তা তো করিনাই । আপনি কি জানেন ভাইয়া জানলে বলেন আমার শিখা হবে ।আমি আপনাদের কাছে শিখার জন্যই ব্লগে আসি যদিও আমি সবার সাথে একটু দুষ্টামি করি কিন্তু আমার আসল উদ্দেশ কিছু শিখা কিছু জানা ।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৩
246163
বান্দা লিখেছেন : প্রথমে কমেন্ট করার সময় বাংলা বাগধারা-বিসমিল্লায় গলদ,খব্দটি লিখতে চেয়েও লিখিনি। কারন শব্দটা মারাত্মক। বিসমিল্লায় গলদ নেই। এটা নিছক কথার ছলেও বলা যাবে না। এজন্যেই বলেছি গোড়ায় গলদ।

আর আমি গোলাপ,গাদা,বেলী,বকুল এরকম মাত্র কয়েকটা ফুল চিনিTongue Tongue Tongue । মনে করছিলাম নামগুলো জেনে নেব।...গুগলে আন-নন ফুল হিসেবেই এগুলো খুজে পেয়েছিলাম।....যাইহোক সবগুলো ফুল আপনাকে দিলাম। এটাই উপহার। আর কখনও দেখা হলে চকলেট দিব Happy
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪০
246198
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ ভাইয়া @বান্দা ভাইয়া ।
304301
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনি ফুলের নাম জানেননা বললেই হয়। আর আমরাতো আপনাকে বিনা পসায় শিখাবো না !
------ ঠিক আছে, শুধু একটা ব অলে দেয়, ২ নং ছবি ল্যাভেন্ডারের। আর কিন্তু বলবন না।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৪
246150
রক্তলাল লিখেছেন : সব প্রশ্ন কি এভাবে দেখে উত্তর দিতেন? Tongue
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৬
246165
বান্দা লিখেছেন : মোতাহার ভাই, আর নাম বলবেন না ?? যাক অন্তত একটার নাম আপনি জানেন...(আমি তাও জানতাম না )Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

নারে ভাই আমি নকলবাজ ছিলাম না। Happy
304321
১৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৪
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
246166
বান্দা লিখেছেন : পারলে বলেন....অন্তত ট্রাই মারেন Happy
304326
১৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম টা পারি
বোমা ফুল!!
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
246167
বান্দা লিখেছেন : হুমম আমলীগ ফুলও বলতে পারেন...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File