পড়ুন, এটি সংগ্রহ করলাম

লিখেছেন লিখেছেন বান্দা ১২ জুলাই, ২০১৩, ১১:২৬:৩৭ রাত

toggle (1) করুনাময় আল্লাহ। (Ar-Rahmaan: 1)

الرَّحْمَٰنُ ﴿٥٥: ١﴾

toggle (2) ইনশাআল্লাহ না বলে। (Al-Qalam: 18)

وَلَا يَسْتَثْنُونَ ﴿٦٨: ١٨﴾

toggle (3) বলুন, তিনি আল্লাহ, এক, (Al-Ikhlaas: 1)

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿١١٢: ١﴾

toggle (4) আল্লাহ অমুখাপেক্ষী, (Al-Ikhlaas: 2)

اللَّهُ الصَّمَدُ ﴿١١٢: ٢﴾

toggle (5) এটা আল্লাহর কৃপা ও নিয়ামতঃ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। (Al-Hujuraat: 8)

فَضْلًا مِّنَ اللَّهِ وَنِعْمَةً ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٤٩: ٨﴾

toggle (6) এটা হল আল্লাহ-প্রদত্ত মহত্ত্ব। আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত। (An-Nisaa: 70)

ذَٰلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ عَلِيمًا ﴿٤: ٧٠﴾

toggle (7) এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। (Faatir: 17)

وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ ﴿٣٥: ١٧﴾

toggle (8) আল্লাহ তাকে মহা আযাব দেবেন। (Al-Ghaashiya: 24)

فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ ﴿٨٨: ٢٤﴾

toggle (9) আপনি আল্লাহর উপর ভরসা করুন। কার্যনির্বাহীরূপে আল্লাহই যথেষ্ট। (Al-Ahzaab: 3)

وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا ﴿٣٣: ٣﴾

toggle (10) এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, (Al-Humaza: 6)

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ﴿١٠٤: ٦﴾

toggle (11) হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত। (Faatir: 15)

يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ ۖ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ ﴿٣٥: ١٥﴾

toggle (12) এটাই প্রমাণ যে, আল্লাহ-ই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ, মহান। (Luqman: 30)

ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ ﴿٣١: ٣٠﴾

toggle (13) যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় (An-Nasr: 1)

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴿١١٠: ١﴾

toggle (14) সে কি জানে না যে, আল্লাহ দেখেন? (Al-Alaq: 14)

أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ ﴿٩٦: ١٤﴾

toggle (15) এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল। (Al-Jumu'a: 4)

ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ﴿٦٢: ٤﴾

toggle (16) আল্লাহ বললেনঃ তোকে সময় দেয়া হল। (Al-A'raaf: 15)

قَالَ إِنَّكَ مِنَ الْمُنظَرِينَ ﴿٧: ١٥﴾

toggle (17) এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়। (Ibrahim: 20)

وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ ﴿١٤: ٢٠﴾

toggle (18) এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। (An-Nisaa: 106)

وَاسْتَغْفِرِ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا ﴿٤: ١٠٦﴾

toggle (19) আল্লাহ তিনি ব্যতীত কোন মাবুদ নেই। অতএব মুমিনগণ আল্লাহর উপর ভরসা করুক। (At-Taghaabun: 13)

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿٦٤: ١٣﴾

toggle (20) তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। (As-Saaffaat: 159)

سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿٣٧: ١٥٩﴾

toggle (21) মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। (Al-Hujuraat: 1)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ﴿٤٩: ١﴾

toggle (22) নভোমন্ডল ও ভূমন্ডলের বাহিনীসমূহ আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (Al-Fath: 7)

وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا ﴿٤٨: ٧﴾

toggle (23) জেনে নাও, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তি দাতা ও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল-দয়ালূ। (Al-Maaida: 98)

اعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿٥: ٩٨﴾

toggle (24) যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন, (As-Saaffaat: 143)

فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ ﴿٣٧: ١٤٣﴾

toggle (25) আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল। (Al-Hijr: 37)

قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ ﴿١٥: ٣٧﴾

toggle (26) তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। (Al-Inshiqaaq: 23)

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٨٤: ٢٣﴾

toggle (27) নভোমন্ডল ও ভূ-মন্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। (Luqman: 26)

لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ إِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ ﴿٣١: ٢٦﴾

toggle (28) অতএব, আশা করা যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। (An-Nisaa: 99)

فَأُولَٰئِكَ عَسَى اللَّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ ۚ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا ﴿٤: ٩٩﴾

toggle (29) আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বিষয় জানেন, তোমরা যা কর আল্লাহ তা দেখেন। (Al-Hujuraat: 18)

إِنَّ اللَّهَ يَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿٤٩: ١٨﴾

toggle (30) তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বোঝেনি। নিশ্চয় আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশীল। (Al-Hajj: 74)

مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ﴿٢٢: ٧٤﴾

toggle (31) যদি আল্লাহর নেয়ামত গণনা কর, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। (An-Nahl: 18)

وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ ﴿١٦: ١٨﴾

toggle (32) আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে। (Aali Imraan: 163)

هُمْ دَرَجَاتٌ عِندَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ ﴿٣: ١٦٣﴾

toggle (33) অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। (An-Nisaa: 45)

وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَلِيًّا وَكَفَىٰ بِاللَّهِ نَصِيرًا ﴿٤: ٤٥﴾

toggle (34) এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। (As-Saaffaat: 166)

وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ ﴿٣٧: ١٦٦﴾

toggle (35) আর আল্লাহর জন্যই হল আসমান ও যমিনের বাদশাহী। আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। (Aali Imraan: 189)

وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٣: ١٨٩﴾

toggle (36) আল্লাহর পথে লড়াই কর এবং জেনে রাখ, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন। (Al-Baqara: 244)

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢: ٢٤٤﴾

toggle (37) অতএব, আল্লাহর কোন সদৃশ সাব্যস্ত করো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জান না। (An-Nahl: 74)

فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ ﴿١٦: ٧٤﴾

toggle (38) আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ। (Al-Hijr: 41)

قَالَ هَٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ ﴿١٥: ٤١﴾

toggle (39) তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে, আল্লাহ তা জানেন। তিনি শক্তিশালী, প্রজ্ঞাময়। (Al-Ankaboot: 42)

إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِ مِن شَيْءٍ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٢٩: ٤٢﴾

toggle (40) নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। (Al-Haaqqa: 33)

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File