মায়ের সাথে

লিখেছেন লিখেছেন বান্দা ০২ জুলাই, ২০১৩, ১০:৩১:৩১ সকাল



জঘন্য সব খাবার খেতে ভাল লাগেনা। অবশ্য এটা কারো ভাল লাগার কথা নয়। খাবার জঘন্য হয়েছে রান্নার কারনে। অথচ এই একই জিনিস আমার মা রান্না করলে সুপার লাগে। সাধারনত ভাত বেশী খাইনা। তবে খাইনা খাইনা করতে করতে কয়েক প্লেট খেয়ে ফেলি মা রান্না করলে। তিনবেলা ভাত খেতেও আপত্তি থাকেনা। আজ মনটা তেমন সুবিধার নেই কিন্তু মা আছে এখানে। যদিও আমি গল্পবাজ নই কিন্তু তার উপস্থিতির মধ্যে রহমত আছে। আমি তার দিকে অত্যন্ত ভালবাসা,দয়া,মমতা নিয়ে তাকায়। আর মনে মনে বলি আল্লাহ যেন তাকে সবসময় ভাল রাখেন এবং শান্তিতে রাখেন।

রাব্বীর হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা....

বিষয়: বিবিধ

১৬৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File