রোদ হচ্ছে পানি হচ্ছে,শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে
লিখেছেন লিখেছেন বান্দা ২৪ মে, ২০১৩, ০২:৪২:০৪ দুপুর
সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টির শব্দ ছোটবেলা থেকেই ভাল লাগে। আগে জানালার পাশে শুয়ে থাকতাম। ঝুম ঝুম বৃষ্টির শব্দ আমাকে আনমনা করে দিত। ফুটবল নিয়ে বাইরে দৌড় দিতাম। বৃষ্টিপাগল ছেলেদের নিয়ে কাদাপানি খেলতাম। মাঠ ঘাট ডুবে যেত। ডুবে যাওয়া মাঠে ফুটবল কেলার মজাই ছিল আলাদা। বল টেনে নিয়ে বেশীদুর যাওয়া যেতনা। পিচ্ছিল মাঠে একজন আরেকজনের ওপর পড়ত। আমি বরাবরই কৌশলে ল্যাং মারতাম। কাদা পানিতে গড়াগড়ির সেই দিন মনে পড়ছে। মনে পড়ছে খেলা করে বাড়িতে এসে ভুনা খিচুড়ী,ইলিশ মাছ ভুনা,গরুর মাংসের ঝোলের কথা। কিসের মধ্যে কি.... ডাল আলুভর্তা রয়েছে আজ। নাহ মন পেছনে চলে গেলেও পেছনের স্বাদ আমার জিহবা অর্জন করতে পারছে না। বেদনা,,,সবই বেদনা..
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন