মুসলিমরা কেন জিহাদ করে???
লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ০৯ জুন, ২০১৩, ০৯:২৯:১৪ রাত
						 
						 মুসলিমরা জাগতিক স্বার্থের জন্য বেঁচে থাকে না, তারা বেঁচে থাকে আল্লাহর জন্যে। অমুসলিম জাতি যখন যুদ্ধ করে সম্পদের লোভে, তখন মুসলিমরা জিহাদ করে আল্লাহর দেয়া ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে। মুসলিমরা শুধু নিজেদের রক্ষা করার জন্যে জিহাদ করে না।
তারা কেন জিহাদ করে সেটা সবচেয়ে সুন্দর করে বলেছিলেন রবিয়া ইবনে আমর (রাঃ)। পারস্যের সাথে যুদ্ধের সময় পারস্যের সেনাপতি টাইপ কেউ একজন জিজ্ঞেস করেছিল,
“তোমরা কেন যুদ্ধ করতে আসছো ? তোমাদের ধন দৌলত লাগলে নিয়ে যাও, আমরা দিয়ে দিবো”।
রবিয়া ইবনে আমর (রাঃ) উত্তর দিলেন,
“আমরা তো নিজ থেকে এখানে আসি নি। এই পৃথিবী যার তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এসেছি মানবতাকে আল্লাহর ইচ্ছায় মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনতে। আমরা এসেছি এই দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে এই দুনিয়ার এবং আখিরাতের বিশালতার দিকে ফিরিয়ে আনতে”।
আল্লাহ্ আকবার।						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
৩৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন