…এটাই হচ্ছে প্রকৃত ইসলাম!!!!!!
লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ২২ মে, ২০১৩, ০১:২০:০৬ দুপুর
সেদিন কথা প্রসঙ্গে আমাদের সম্মানিত খতিব সাহেব একটা ঘটনা বললেন,
ভারতে প্রায় ৭০ বছর বয়স্ক এক হিন্দু লোক (হিন্দু ধর্ম অনুযায়ী নিচু জাতের) পুরো পরিবার সহ ইসলাম গ্রহনের পর তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি জানান ইসলাম গ্রহণ করতে পারায় তিনি অনেক খুশি। খুশিতে লোকটি কান্না করছিলেন।
তারপর লোকটি আরও বললেন, "এই দীর্ঘ জীবনে উপাসনার জন্য কখনো আমি মন্দিরে প্রবেশের অনুমুতি পাইনি। অথচ ইসলাম গ্রহণের পর থেকেই আমি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ি। এমনকি ইমাম সাহেব আমাকে বলেছেন, যোগ্যতা অর্জন করতে পারলে আমি নাকি নামাজের ইমামতিও করতে পারব!!!!
-(সংগৃহীত/লেখাটা গত বছরের)
বিষয়: বিবিধ
৩৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন