তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ এবং তোমরা যারা জিপিএ-৫ পাওনি............
লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ১১ মে, ২০১৩, ১১:৫৪:৩৮ সকাল
আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে, ভালো ছাত্র মানেই ভালো মানুষ। পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলেই তাঁদের জন্যে সাত খুন মাফ। কোন ভালো ছাত্র যদি সিগারেটও খায় তাহলে মানুষ বলবে-আরে ভালো ছাত্ররা একটু আধটু এই রকম করবেই, কোন ভালো ছাত্র যদি মেয়েদের সাথে ফাইজলামিও করে তাহলে বলবে-আরে ভালো ছাত্ররা একটু আধটু দুষ্টমি করবেই। অর্থাৎ ভালো ছাত্ররা যাই করুক না কেন সেটা নিয়ে কারো কোন আপত্তি নেই, বরং তাঁদের সব কিছুর একটা পজিটিভ ব্যাখ্যা দাড় করানোর চেষ্টা করা হয়।
প্রকৃতপক্ষে ভালো ছাত্র হওয়া আর ভালো মানুষ হওয়ার মধ্যে বিশাল পার্থক্য। খুব সহজেই একটু সামান্য পরিশ্রম করেই ভালো ছাত্র হওয়া যায় কিন্তু ভালো মানুষ হওয়ার জন্যে লাগে অনেক তপস্যা, ত্যাগ ও তিতিক্ষা। ভালো ছাত্র হলেই যে ভালো মানুষ হওয়া যায়না তা আমাদের সমাজের চারপাশে একটু সচেতন দৃষ্টিতে থাকালেই বুঝতে পারবে। দেখ আমাদের সমাজে কিন্তু ডাক্তার,ইঞ্জিনিয়ার, ডক্টরেট ডিগ্রিধারী মানুষের অভাব নেই কিন্তু হারিকেন দিয়ে খুঁজেও খুব সহজে একজন ভালো মানুষ পাওয়া যাবেনা। আমাদের দেশের রাজনীতিবিদদের কথাই চিন্তা করো, এদের অনেকেই বড় বড় ডক্টরেট ডিগ্রির অধিকারী কিন্তু এরা এদের আচরণ-আচারন, চিন্তা-চেতনা দিয়ে পশুর থেকেও নিচের স্তর নেমে গেছে যা তুমি তোমার নিজ চোখেই দেখতে পাচ্ছ। সো ভালো ফলাফলের অধিকারী মানেই ভালো মানুষ না।
তাছাড়া এইসব পরীক্ষায় ভালো ফলাফল করা মানেই সফলতার পরিচয় বহন করেনা। কারণ এইসব ভালো ফলাফল দুনিয়ার সাময়িক বাহবা মাত্র। মৃত্যুর সাথে সাথেই এইসব সফলতার মৃত্যু ঘটে। প্রকৃত সফলতা হচ্ছে সেটাই যেটা চিরিস্থায়ী অর্থাৎ পরকালের সফলতা। তাই আল্লাহ্ তায়ালা বলেনঃ
“...একমাত্র সেই ব্যক্তিই সফলকাম হবে, যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ৷ আর এ দুনিয়াটা তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়।”- সুরা আল ইমরানঃ ১৮৫
-তাছাড়া শুধুমাত্র এই বস্তুবাদী সেকুলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে একজন মানুষের পক্ষে কখনোই প্রকৃত মানুষরূপে গড়ে উঠা সম্ভব নয়। সে জন্যে মানুষের মতো মানুষ হতে চাইলে তোমাকে নিজ থেকেই উদ্যোগ নিতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে। এই জন্যে তোমাকে যা করতে হবে সেটা হলো-তোমার পড়ার টেবিলে বাংলা, ইংরেজি, গনিতের পাশাপাশি থাকতে হবে আল-কোরআন, আল হাদিস, আল্লাহ্ রাসুল(সাঃ) জীবনী ও তার সাহাবীদের জীবনীর বই। আর জীবনকে ঢেলে সাজাতে হবে আল্লাহ্ রাসুলের জীবনের আদর্শে।
শেষ করার আগে স্যার Stanely Hall এর একটি বিখ্যাত উদৃতি দিয়ে শেষ করতে চাই...
“If you teach your children three 'Rs' i.e Reading ,Writing and Arithmetic and leave the fourth 'R' i.e Religion,then you will get a fifth 'R' i.e Rascality"...Sir Stanely Hall
অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে তিনটি “R”(Reading, Writing and Arihtmatic) তথা পঠন, লিখন এবং গনিতই শেখান কিন্তু চতুর্থ “R”(Religion) তথা ধর্ম না শেখান তাহলে এর মাধ্যমে আপনি আরও একটা R অর্থাৎ পঞ্চম “R”(Rascality) তথা নিরেট অপদার্থই পাবেন।”
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন