মিডিয়া

লিখেছেন লিখেছেন বাংলার মানব ৩১ আগস্ট, ২০১৩, ০৪:২৭:৩৫ বিকাল

বাংলাদেশ সংবাদ মিডিয়াতে এখন চলছে যে যতো সরকারবাদী হয়ে লিখতে পারে সে ততোই উৎসাহ মুখর সাংবাদিক। পুরো বাংলাদেশে এমন একজন সাংবাদিক সত্যের পথে চলতে পারছেনা যে শুধুই সত্য প্রচার করবে। তবে পুরোপুরি বিরোধিতা করে বলছিনা, হ্যাঁ এটাও মানতে হবে যে অনেক সাংবাদিক নিরপেক্ষভাবে চলতে চায় কিন্তু ষড়যন্ত্রের তোপে পড়ে তারা আর সামনের দিকে এগিয়ে যেতে পারেনা। যারাই মাথনাড়া করে উঠতে চেষ্টা করে তারাই দেখা যায় কোন এক জাতীয় রাজনীতির সাথে তাল মেলাচ্ছে টাকার বিনিময়ে। বর্তমানে আমি মনে করি সাংবাদিক বলতেই পুরো যেকোন একতরফিয় হয়ে গেল। এইরকম চলতে থাকলে আগামী সরকার যেই আসুক আমাদের যা ডুবিয়েছে তাতো আরোও ডুবিয়ে দেবে, লাল সবুজে মোড়ানো সাংবাদিকরা যাও কিছু আছেন তারাওতো হলুদ হয়ে যাবে। তার চেয়ে ভালো এক কাজ করা যায়, কোন সাংবাদিক নিরপেক্ষ লেখনের দরকার নাই, যার যার রাজনীতি নিয়ে রাজনীতির আকারে আমাদের সাথে চলে আসুন। আমরা কোন সাংবাদিকতা করছিনা কিন্তু আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে যা রাজনীতি নিয়ে পক্ষবাদিতা হিসেবে। কি দরকার সাংবাদিকদের ? বর্তমানে বাংলাদেশ টিভি চ্যনেলগুলো যেন সরকার চ্যানেল, এখন আর যেন দেখতেও ইচ্ছে করেনা মিডিয়ার বানানো চ্যনেলগুলো। এমন কোন সংবাদ মাধ্যম কি পাবোনা আমরা ,যারা কোন অপপ্রচার করবেনা যারা বাংলার প্রতিটি সত্য ঘটনা ও সদা অন্যায়ের বিরুদ্ধে লিখতে পারবে। বর্তমান বাংলার প্রতিহিংসা এবং সৈরাচারী সৈরশাষন থেকে আমরা মুক্তি চাই একমাত্র সংবাদ মাধ্যমের সত্যতার সহযোগিতায়।

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File