ঈদের আনন্দ

লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৩ আগস্ট, ২০১৩, ০৭:২২:৩৮ সন্ধ্যা

সচরাচর ঈদের পরদিন আমার একটি অভ্যাস অনেক আগে থেকেই, বেড়াতে বাহির হোতাম লং ড্রাইভে। এই বছর ভিন্ন আয়োজন, আমাদের কিছু অনলাইন সহযোদ্ধাদের সাথে দেখা করা এবং মতবিনিময় , খুব আনন্দ করলাম এই চার দিন, এখন বাসায় এসে কেন জানি একা একা লাগছে নিজেকে। পর পর চারদিন অক্লান্ত পরিশ্রমের আনন্দ, তবে একটি বিষয় খুব ভালো লাগছে যে বেশ কয়েকজন নতুন মুখ সহপাটিদের সাথে দেখা করতে পারলাম।

সব মিলিয়ে এবারের ভিন্নরুপী ভ্রমনটা আসলেই অনেকটা আনন্দ পেয়েছি।

কয়েকজন সহবন্ধুদের অনেক কষ্ট দিয়েছি, আমি তাদের কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে অনেকটা সময় দিয়েছে নিজেদের কাজ ফেলে রেখে। তাদের মধ্য বিশেষ ধন্যবাদ জানাই >>

গাজী সালাউদ্দীন, পাহাড়ের সংশপ্তক, বেঙ্গল টাইগার, ওবাইদুল্লাহ আল মেহেদী, এন. এইচ. ভি. জনী, অনন্ত মহসীন, শাহজাহান শাহ, শাহজাহান অর্নব, দ্রোহের অনল, এসপি সরোয়ার।

এছাড়া আরোও যাদের দেখতে চেয়েছিলাম তাদের মাঝে দেখা হয়েছিলো >

সৈয়দ ইবনে রহমত, আল আমিন, নাজমুল আহসান, করিম শাহ, আরোও অনেক অনলাইন এক্টিভিজমদের।

সব মিলিয়ে মোটামুটি সার্থকই হলাম।

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File