একতা ঐক্য ছাড়া উপায় নাই
লিখেছেন লিখেছেন বাংলার মানব ০৯ জুন, ২০১৩, ০১:৪০:৫৬ রাত
নিপীড়িত,উল্লাস থেকে বঞ্চিত বাংলা
সেই জনতা পাইনা খুঁজে কি করবে।
দিবালোকে মরণাস্তের গন্ধে হামলা,
তবে কি আবারো যুদ্ধ করতেই হবে।
জিয়াকে পাবনা যুদ্ধ কি হবে একলা?
মুজিব তো নেই জনতাকে কে জাগাবে?
না না! তা হবে না জাগাবো, জাগবো
তাই শোন মাথা গজিয়ে ওঠতে হবে।
সব দেশ এগিয়ে আমারটা পিছিয়ে।
নিপীড়িত বাংলা হতাশগ্রস্থ জনতা।
কি লাভ হল আজ অন্যায়কে তাড়িয়ে?
যদি না পাই স্বাধীনতার- স্বাধীনতা।
শুন্য গোল্লা পেরিয়ে যেতে চাই এগিয়ে,
তাই লক্ষ্য একটাই ঐক্য ও একতা।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন