টালবাহানা
লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৯ মে, ২০১৩, ১১:৩০:২৮ রাত
আজ সারা রাঙ্গামাটি শহরে পাহাড়ি ছাত্র পরিষদ
তাদের দুই যুগ পূর্তিতে ২০ মে প্রোগ্রাম
উপলক্ষে বিভিন্ন শ্লোগানে মাইকিং করেছে |
তাদের মধ্যে একটি হলোঃ "সন্তু লারমার হাতিয়ার,
গর্জে উঠুক আরেকবার"|
সন্তু লারমা শান্তি চুক্তির সময় তার বাহিনীর সকল
অস্ত্র জমা দিয়েছে | কিন্তু আজ যে তার
পোষা সন্ত্রাসীরা প্রকাশ্যে শ্লোগানে হুমকি দিচ্ছে
তাহলে তারা অস্ত্র পেল কোথায় ? একথা আজ স্পষ্ট
প্রতিয়মান হয় যে শন্তু তার অস্ত্র জমা দেয়নি |
বরংচ চাঁদাবাজি করে পাহাড়ে আরো অস্ত্র সম্বৃদ্ধ
করছে | এটাই সন্তু দেশদ্রহীতার বাস্তব প্রমান
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন