মার্কিনিদের উদ্দেশ্যে ফিলিস্তিনি এক যুবকের কবিতা
লিখেছেন লিখেছেন সাইফ সোহন ১১ জুলাই, ২০১৪, ০৬:২৬:২৪ সন্ধ্যা
রোজ ভোরে প্রশান্তির ভেতর ঘুম ভাঙে তোমাদের,
চোখ দুটির সামনে পেরিয়ে যাবার জন্য থাকে না কোনই ভীতি।
আমি জেগে উঠি কৃতজ্ঞতার ভেতর,
শোকরানা আদায় করি খোদা তা'আলার,
যিনি জাগবার সামর্থ্য দিচ্ছেন আমাকে।
তোমরা উদ্বিগ্ন তোমাদের শিক্ষাদীক্ষা নিয়ে
আর ওইসব পরিশোধযোগ্য বিলগুলোর জন্য।
আমি উদ্বিগ্ন আমার এই ঝুকিঁপূর্ণ জীবন নিয়ে
টিকে থাকবো কী থাকবো না- আরেকটা দিন।
তোমরা ভীত তোমাদের ক্যাডিলাকগুলো নিয়ে
প্রমোদভ্রমণের পর্যাপ্ত জ্বালানি মিলবে কিনা।
আমার ভয় ওই ট্যাংটাকে নিয়ে, যে
এক্ষুণি ফিরে গেল; আবার ঘুরে আসে কিনা।
মার্কিনীরা, তোমরা কি জানো-
যে কর তোমরা পরিশোধ করো,
তা আহার জোগায় সেই অপশক্তিকেই
যা আমাদের প্রতিদিনের বেঁচে থাকাকেই পঙ্গু করে দেয়!
এইসব বুলডোজার, ট্যাংক,
গ্যাস ও বন্দুক, ওইসব বোমা,
যা এসে পড়তে থাকে আমার দোরগোড়ায়,
এর সবই মার্কিনী অর্থায়নে।
-জিহাদ আলী (ফিলিস্তিনী তরুণ কবি)
বাঙলায়ন: #রহমান হেনরী।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ ! তুমি এরকম আগেও করেছে এবং এটা করা তোমার কাছে অনেক সহজ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন