একটি ক্যাচ ও কলকতার জয়
লিখেছেন লিখেছেন সাইফ সোহন ২৫ এপ্রিল, ২০১৪, ০৩:১৩:৫৭ দুপুর
বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, যুবরাজ সিংহ, পার্থিব প্যাটেল ও এলবি মর্কেল পাচঁ তারকা ব্যাটসমেন্ট।এদের সামনে মাত্র ১৫১ রানের টার্গট।প্রতিপক্ষে সুনিল নারায়ন ও মর্ন মর
কেল ছাড়া উল্লেখযোগ্য বোলার এদের থামানোর জন্য নাই বল্লেই চলে।অনায়াসে জয় হওয়ারই কথা। হচ্ছিল ও তাই। ওপেনিং জুটিতে পার্থব প্যাটেল ও যোগেশ তাকাওয়ালে ৪৬ বলে তুলে নেন ৬৭ রান।৪র্থ ব্যাটসমেন্ট হিসাবে যুবরাজ সিংহ যখন আউট হন তখন ও প্রয়োজন ছিল ২৫ বলে ২৯ রান। ডি বিলিয়ার্স ও এলবি মর্কেল ধীরে ধীরে জয়ের নাগালেই যাচ্ছিলেন। যখন প্রয়োজন ৮ বলে ১০ রান তখনই ডি বিলিয়ার্সের একটি বাউন্ডারি শট লুফে নেন অস্ট্রেলিয়ান ব্যাটসমেন্ট ক্রিস লিন।
সোশ্যাল মিডায়াতে এই ক্যাচ নিয়ে উঠছে বাহ বার ঢল। বলতে গেলে এই এক ক্যাচই কলকতার জয়ের ধারে ঢুকে।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্যাচ ধরে শূন্যে থাকা অবস্থায় যে যেভাবে জাজ করে সে সীমানার ভিতরে নিজের পড়া নিশ্চিত করেছে সেটাই হল এই ক্যাচের মাহাত্য ।
কারণ এটা ধরার সময় কোহলিদের দরকার ছিল ৩ বলে ছয় রান ।
মন্তব্য করতে লগইন করুন