চার চাকা - তিন চাকা
লিখেছেন লিখেছেন জিহর ২২ আগস্ট, ২০১৩, ০৯:৩০:১২ রাত
একজন চার চাকার এসি গাড়ি থেকে নেমে শিতাতপ নিয়ন্ত্রিত অফিসে যায়। অপরজন রোদ বৃষ্টি মাথায় করে তিন চাকার রিক্সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে।
গাড়িয়ালা বাড়ি ফিরেও এসিরুমে থাকে।ওদিকে রিক্সায়ালা ফুঁটো টিনের ছাবড়া ঘরে ঘুমায়, যেখানে চাঁদনীরাতে টিনের ফুঁটো গলে যোৎসনার আলো চুইয়ে পড়ে। অবশ্য সূর্যের আলোও আসে, তবে বৃষ্টিটা খুব বিপদেই ফেলেদেয় ঘররে সবাইকে।
মঙ্গলবার বিকালের কথা। ৬নাম্বার সেক্টর থেকে ফিরছি ২নাম্বারে র্যাব-১ সংলগ্ন বাইতুস-সালাম মাদ্র্রাসায়। ভাইয়ার অফিসে গিয়েছিলাম হাত খরচার টাকা আনেতে। বিকেলের রাস্তায় জ্যাম পড়ে বিধায় রিক্সা নিয়েছিলাম সেক্টরের ভিতর দিয়ে আসব বলে।মাটির মসজিদ পার হয়ে প্রথম মোড়টায় কিছুটা জটলা দেখলাম। আগেই রক্সিা চালককে বলেসিলাম হাইওয়ে রোডের পাশ দিয়ে যেতে। কিন্ত তাড়াতাড়ির অযুহাতে এপথেই চললেন। জটলাটার নায়ক ছিল একটি জীপ। যেটা একবার সামনে একবার পিছে যাচ্ছিল, এভাবে পুরো রাস্তা জুড়ে ছোট খাট জ্যাম তৈরি হয়ে গেল।
এই আগ-পিছের ফাঁকে কয়েকটা গাড়ি এবং রিক্সা চলে গেলে আমাদের পালা এলো। কিন্তু...........
মালিক নিজেই জীপটি চালাচ্ছিলেন। ঘটনারপর তিনি অত্যান্ত সতর্কতার সাথে পাশের জানালাটা একটুখানি ফাঁকা করে কথা বললেন, যাতে এসির ঠান্ডা কমে না যায়। তিনি যে একটা রিক্সা ভেঙ্গেছেন এটা দেখার প্রয়োজন ভোধ করলেন না। এমনকি ভুল স্বিকারও করলেন না, পাছে না আবার জরিমানা দিতে হয়। উপরন্ত রিক্সায়ালাকেই বকা শুরু করলেন। অসহায় রিক্সাচালক শেষমেষ বলতে বাধ্য হলেন য়ৈ, বেবাক দোশ আমার। মাফ কইরাদেন "স্যার"।
আজব ব্যাপার, কার দোশে কে দোশি! গাড়িটির পেছনে চাপ খেয়ে রিক্সার বাঁ চাকা দুমড়ে-মুচড়ে গেছে। ফলে এটা চলার যোগ্য রইল না। যা সারাতে হলে ভালই বেগ পেতে হবে। আমার অর্ধেক পথও শেষ হয়নি। তবুও তাকে পুরো ভাড়া দিয়ে অন্ন রিক্সায় চড়লাম।
বিষয়: বিবিধ
১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন