বিবেককে প্রশ্ন করি ?

লিখেছেন লিখেছেন জিহর ২১ জুন, ২০১৩, ০৬:০১:৫৫ সন্ধ্যা

আজ জুমার আগে লন্ড্রীতে দেয়া কয়েকটা পাঞ্জাবী আনতে গেলাম। চড়া রোদের ভেতর দিয়ে হেটে যেতে হচ্ছিল। উত্তরায় ধারে কাছে লন্ড্রীর দোকান পাওয়াটা মুশকিলই বটে। প্রায় সাত মিনিটে হেটে পৌঁছলাম দোকানে। ভেতরে ঢুকতেই সাদামাটা সাধারণ ঘরনার একজন মহিলা দেখলাম, যার হাতে বোঝাই করা একটি ব্যাগ। তিনি ব্যাগ থেকে একটি একটি করে পোশাক বের করছেন, আর দোকানদার গুনে গুনে সামনের টেবিলের উপর রাখছেন। শেষ পর্যন্ত সাতাশটি সেলয়ার কামিজের এক স্তুপ জড় হল। এই প্রচন্ড গরমে আমাকে দাঁড়িয়ে থাকতে হল অনেকক্ষণ। তাই কিছুটা বিরক্তির সাথে রাগও হচ্ছিল এই মহিলার ওপর। দোকানদারের প্রশ্নের জবাবে যখন মহিলাটি বললো যে, পোষাক গুলো মাত্র একজনের, তখন বিরক্তি বোধ আরো বেড়ে গেল। কারণ এই পোষাক গুলোর সাথে তার পরিধেয় বস্ত্রের তফাতটা রাত দিনের মতো। হয়ত এত গুল কাপড় মহিলাটি একাই ধুয়ে এনেছেন।

বাস্তবতা এমনি। আমাদের সমাজে এমন অনেক মানুষ পাওয়া যাবে, যার ঘরের বাইরে পরার মত অতিরিক্ত কোন পোশাক-আশাক নেই। এমনকি ঈদ -কোরবনীতেও একটা ভাল পোষাক তাদের জোটে না। ঠিক একই সময় আমাদেরই বোন-ভাবিদের প্রতিযোগিতা চলে, কে কত দামি শাড়ি কিনতে পারে? অথচ সাধারণ কিছু কাপড় হলেই এমন অনেককেই খুশি করা যেত। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি এসব দুঃখি মানুষরে কথা?

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File