সামনে ঈদ। সব সেমাই এ ফর্মালিন! ..……
লিখেছেন লিখেছেন মহিবুল ইসলাম ফারুক ০৫ আগস্ট, ২০১৩, ০৪:৩১:১৪ রাত
..……
বাংগালীর ঘরে ঈদ হবে অথচ সেমাই হবেনা -এমনটি কি কোন সাধারণ বাংগালীর সন্থান কখনো ভাবতে পারে? বড় লোকদের কথা ভিন্ন; তাদের বাড়িতে রকমারি আইটেমের আতিশয্যের ভীড়ে সেমাই হয়ত সেকেলে কিংবা ম্রীয়মান। কিন্তু সাধারণ বাংগালীর ঘরে ঘরে ঈদ মানেই সেমাই অবধারিত। অথচ সেই সেমাইও আজ মুনাফাখোর দুর্বৃত্তদের নির্মম ফর্মালিন-হামলায় ভীষন ভাবে কলুষিত!
তাহলে কি ঈদ হবে, বাংগালীর ঘরে সেমাই হবেনা? দুর্বৃত্তদের দুর্বৃত্তপনায় দীর্ঘদিনের বাংগালী ঐতিহ্য আমাদের জলান্জলীই দিতে হবে?
..…..…
পরিবেশ বাচাও আন্দোলন(পবা) এর এক সমীক্ষায় ১৫ জুলাই হতে ২৫ জুলাই ২০১৩ পর্যন্ত সংগৃহীত নমুনায় নামি-দামি ব্রান্ড সহ সকল সেমাই এ ফর্মালিনের বিপদজনক অস্তিত্বের প্রমান মিলেছে।
ড্যানিশ, কোলসন, বনফুল, স্কয়ারের রাধুনী, এসিআই, আলাউদ্দিন ইত্যাদি ব্রান্ড ও সব খোলা সেমাই এ আতংজনক মাত্রার ফর্মালিন পাওয়া গেছে!
..…..……
হায়রে দূর্ভাগা দেশ! রাষ্ট্র যেন দুর্বৃত্তদেরই!
..……
তথ্য সত্রঃ ইত্তেফাক। ০৪ আগষ্ট ২০১৩। শেষ পৃষ্টা।
..…
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন