“মানুষের সন্ধানে”
লিখেছেন লিখেছেন আবু মারইয়াম ১৮ মে, ২০১৩, ০৩:৫১:১৬ দুপুর
চারিদিকে শহরের হুড়াহুড়ি ব্যস্ততা
কেড়ে নেয় জীবনের স্তিমিত স্বস্তিটা।
কারটা কে নেবে? এই সব চিন্তায়
পেট আগে বাড়লেও, চুল সব পড়ে যায়।
দিন শেষে বেলা পড়ে, নামলে সন্ধ্যা
ছিনতাইকারিদের শুরু হয় ধান্দা।
কাম কাজ শেষ করে বাসায় ফিরতে
লাইনে দাঁড়িয়ে থাকি বাসে উঠতে।
পেছনের লোক সব আগে গিয়ে উঠে যায়
বোকাসোকা এই আমি শুধূ শুধু চিল্লাই।
ঘরে ফিরেই শান্তি কোথায় আমি পাই ভাই
ঘন-ঘন লোডসেডিং, ঘুমানো বড় দায়।
একটু বৃষ্টিতে রাস্তা ডূবে যায়,
কারো কোন দোষ নেই, আমার যে গাড়ী নাই?
বন্দুক , রাম দা সব কিছু সেকেলে
লগি বৈঠা হাতে নিয়ে, ওরা সব লাশ ফেলে।
আমি যত বাঁয়ে চলি, ওরা তত চেপে আসে
মেনে নিতে হয় সব নির্মম পরিহাসে।
বিদ্বান বিদুশি সব কিছু দেখা যায়
এত ভিড়ের মধ্য, মানুষ মেলা বড় দায়।
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন