"পরিণতি"

লিখেছেন লিখেছেন আবু মারইয়াম ১৫ মে, ২০১৩, ০১:০৪:৪৪ দুপুর

ভেবছিলে তুমি দুরন্ত, অসীম সীমানায় চলে যাবে

ভূল, তোমার জন্য দুরত্বের পরিসীমা তো বাঁধা!

তোমার পায়ে পড়ানো বাঁধনের কথা তুমি জানতে

কিন্তু বিশ্বাস তুমি করনি, তুমি অবিশ্বাসী।

চেয়ে দেখো এই বাঁধনের শেষ সীমানায় এখন তুমি।

এর পরেই তোমার চরম পরিণতির শুরু,

ক্ষমতার অসাড়তা তোমার হৃদয়ে রক্তক্ষরন ঘটাবে।

হাজারো মায়ের চোখের হারানো ঘুমের আর্তনাদ

তোমার চোখের ঘুম কেড়ে নিবে।

জুলুমের যে সীমা তুমি দেখিয়েছিলে তুমি

তার ঢেড় বেশি অনুভব করবে

তোমার চারিপাশের হাহাকারের তিব্রতায়।

মিথ্যাচারে নাটকের যে মঞ্চ তুমি করেছিলে

সে মঞ্চে তোমার দাম্ভিকতার মরন হবেই হবে।

বিষয়: সাহিত্য

১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File