নিজস্ব অর্জন
লিখেছেন লিখেছেন এস এম ইমদাদুল ইসলাম ০১ জুলাই, ২০১৩, ০৪:২৬:১৩ বিকাল
[হে মানব সম্প্রদায়] তোমার যা কিছু কল্যাণ হয় তা আল্লাহ্র নিকট থেকে [প্রেরিত, কিন্তু তোমার যা কিছু অকল্যাণ ঘটে, তা তোমার নিজের কারণে এবং আমি তোমাকে [মানুষকে শিক্ষা দিবার জন্য] রাসূলরূপে প্রেরণ করেছি, সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ট -----সূরা নিসা (আয়াতঃ ৭৯) ।
এই আয়াতের তাফসিরে অনেক সম্মানীত তাফসিরকারীর মূল্যবান বর্ণনা এসেছে, যার সার কথা হল এই - দুনিয়ায় আমরা এখন অনেক অকল্যাণ দেখছি । আমরা অনেক জালিম শাসক দেখছি, দুর্বলের প্রতি সবলের নির্যাতন দেখছি --ইত্যাদি ইত্যাদি । এসব দেখে শুনে আমরা নিরীহ সাধারণ মানুষ রাষ্ট্র বা সমাজের শাসকদের দোষারোপ করছি । তাদের সমালোচনা করছি, তাদেরকে অহর্নিশি গাল-মন্দ করেই চলেছি । মিডিয়ায় নানা রকম টক শো, লেখনি, নাটক, সিনেমায়, গল্পে, কবিতায় , উপমায় হেন কোন পথ নাই যে পথে আমরা এসব শাসকদের গালাগাল করছি না। কিন্তু উপরোক্ত আয়াতের মর্ম যদি আমরা বুঝি, তাহলে আমরা ভেবে দেখি, কার সমালোচনা করছি ? কাকে গালি দিচ্ছি ? কেন করছি এসব ? একটুও চিন্তা করছি না, এ হচ্ছে "আমাদের নিজস্ব অর্জন" ? আরো সহজ করে আঞ্চলিক ভাষায় যদি বলা হয়, এসবই আমাদের নিজেদের কামাই । আমরা প্রকৃত মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেমন ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করেছি, তেমনই ফলাফল পাচ্ছি । বিনিয়োগে ব্যর্থ হচ্ছি বলেই কিন্তু মুনাফার পরিবর্তে লোকসান গুনছি । অথছ দোষ দিচ্ছি আশে পাশের পরিবেশকে । অতএব ,আমরা চিন্তা করে দেখি, কাউকে দোষ দিয়ে কেউই ঐ পারে যেয়ে যেন-তেন প্রকারের সওয়াল জওয়াব দিয়ে পার পাওয়া যাবে না। প্রতিটি মানুষকে তার প্রতিটি কাজের জন্য চুলচেরা হিসেব বুঝে দিয়ে তবে প্রাপ্য ফলাফল পেতে হবে । গোজামিলের কোন সুযোগ থাকবে না। সুতরাং সময় হাতে থাকতে সাবধান হই । আমরা প্রতিটা ব্যক্তি আমাদের " নিজস্ব অর্জন" নিয়ে চিন্তা করি । তাহলে দেখা যাবে নিজ পরিবার ঠিক পথে চলছে, সমাজ ঠিক হয়ে গেছে, রাষ্ট্র ঠিক গেছে । কিন্তু নিজে সঠিক কাজটা সঠিকভাবে না করে জোড়াতালি- গোজা মিল দিয়ে চলব, আর পরিবার, সমাজ, রাষ্ট্র -সবার কাছ থেকে কেবল "সুফল" পাবার আশা করব, তা হবার নয় । আল্লাহ আমাদের অন্তরে সঠিক বুঝ সৃজন হবার তৌফিক দান করুন । --আমীন ।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন