হে আল্লাহ আমাদের হেফাযত করুন
লিখেছেন লিখেছেন এস এম ইমদাদুল ইসলাম ১৬ মে, ২০১৩, ০৯:০৭:৪৩ সকাল
"আপনি বলুন: তিনিই শক্তিমান যে, তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদের দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং একজনকে অন্য জনের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন " --সূরা আল-আন'আমঃ আয়ত ৬৫ ।
এই আয়াতের তাফসিরে মা'রেফুল কোরআন অথবা ইবনে কাসিরের তাফসিরে ব্যাপক বর্ণনা করা হয়েছে । আমরা যদি সরাসরি তর্জমা বুঝে থাকি, তাহলে যে কোন সচেতন এবং জ্ঞানী মানুষের খুব বেশী ব্যাখ্যার দরকার হয় না। আজকের দুনিয়ায় মুসলিমরা মনে করছে তারা পৈত্রিক সূত্রে ইসলামকে পেয়ে গেছে। তারা ঈমান এনেছে , অতএব তারা আল্লাহর দেয়া জান্নাত পাবেনই । দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর চরিত্র যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাব, মুসলিম শাসকরা ইসলামের ততটুকু বাহ্যিক অবয়ব তারা ধরে রেখেছেন, যতটুকুতে তার পরিচয় তুলে ধরা যায় এবং তার নিজস্ব স্বার্থের অনুকুলে থাকে । স্বার্থ ত্যাগের বেলায় ইসলামকে তারা চুপচাপ পাশে ফেলে রাখে অবহেলিতভাবে । এই অবস্থা আল্লাহ বরদাস্ত করবেন কি ? আমরা যদি সার্বিকভাবে আমাদের এই অবস্থা নিয়ে নিজেরা নিজেদের মূল্যায়ন করি তাহলে দেখব, এই ৬৫ নম্বর আয়াতে যে ত্রিমুখী শাস্তির বর্ণনা আল্লাহ দিয়েছেন, সেটাই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রভাবিত হয়েছে । আল্লাহ আমাদেরকে বোঝবার মত শক্তি দিন, আমাদেরকে আসন্ন সাইক্লোনের বিপদ থেকে হেফাযত করুন । -আমীন ।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন