My Country

লিখেছেন লিখেছেন পায়রা ০৪ মে, ২০১৩, ০৫:৫৮:২৪ বিকাল

১৯৭১ এ রক্তের সাগরে ভাসতে ভাসতে একবুক সপ্ন-আশা নিয়ে জন্ম হওয়া আমাদের এই দেশটা আজও স্বপ্নের পানে খুব একটা এগুতে পারেনি ৷ শহীদগনের বিদেহী আত্তা আমাদেরকে যেন উপহাস করছে ৷ আমাদের কাছাকাছি সময়ে বা পরে জন্ম নেয়া অনেক দেশ আমাদেরেক পেছনে ফেলে এগিয়ে গেছে অনেক দূর়় ;শুধু আমরাই পারিনি, বরং পেছনেই হেটেছি ৷ আর এই না পারার অন্যতম মূল কারন হল আমাদের নৈতিক অবক্ষয় তথা দূরনীতি (CORRUPTION) ৷

নাগরিক দায়িত্ব বোধ ও মায়ের (দেশের) প্রতি স্বাভাবিক মমতা বোধ থেকে আমরা দূরনীতির বিপরীতে জনমত তৈরী ও সংগঠিত করতে চাই ৷ আমরা যে যেখানে আছি সেখান থেকেই শুরু করা চাই৷

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File