ই-মেইল: কাজ করে যেভাবে

লিখেছেন লিখেছেন মহাশয় ০৪ মে, ২০১৩, ০৬:০৬:৩১ সন্ধ্যা

বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ই-মেইল। প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীরা হাজার হাজার ই-মেইল ব্যবহার করছে। কারণ, ই-মেইল হচ্ছে অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কমিউনিকেশন। তাই আমাদের জানা উচিত ই-মেইল কিভাবে কাজ করে। ইমেইল (E-Mail) এর পূর্ণনাম হচ্ছে ইলেক্ট্রনিকস মেইল (Electronics Mail)। ১৯৭১ সালে সর্বপ্রথম ই-মেইল এর যাত্রা শুরু হয়। 'টমলিনসন' নামে একজন ইঞ্জিনিয়ার প্রতিটি ই-মেইল ঠিকানা শনাক্তকরনের জন্য অ্যাট দ্যা রেট (@) চিহ্ন ব্যবহার করা হয়। একটি ই-মেইল সিস্টেম দুইটি সার্ভার মেশিনে চলে। এগুলো হচ্ছে SMTP সার্ভার এবং POP সার্ভার। STMP সার্ভার বলতে বোঝায় Simple

Mail Transfer Protocol. যখন SMTP সার্ভারের মাধ্যমে একটি ই-মেইল পাঠান তখন আপনার ই-মেইল অ্যাড্রেসটি SMTP সার্ভারের সাথে যোগাযোগ করে। এরপর, SMTP

সার্ভারটি আরেকটি SMTP সার্ভারের সাথে যোগাযোগ করে।

সাধারনত, এ প্রক্রিয়ার মাধ্যমে Simple Mail Transfer Protocol (SMTP) কাজ করে। POP বলতে বোঝায় Post Office Protocol. POP সার্ভার ব্যবহার করার জন্য

প্রয়োজন হয় একটি ই-মেইল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড।

যখন কোন ই-মেইল চেক করা হয় তখন আপনার ই-মেইল

অ্যাড্রেসটি Post Office Protocol এ যুক্ত হয়। আপনি যখন

লগ ইন করবেন POP3 সার্ভার তখন SMTP এর ফাইলগুলো এক্সেস করার জন্য কিছু কমান্ড ব্যবহার করে। সাধারনত, এ প্রক্রিয়ার মাধ্যমে Post Office Protocol (POP) কাজ করে।

সবাইকে ধন্যবাদ

(সংশোধিত)

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File