স্কীনশর্ট প্রতারনা এবং বাচার উপায়

লিখেছেন লিখেছেন জাতির চাচা ২৬ আগস্ট, ২০১৩, ১২:৫২:০৯ দুপুর

স্কীনশর্ট দিয়ে যেভাবে ফাঁসাবেন এবং ফাঁসানো থেকে বাঁচবেন (শিক্ষামূলক)

কোন পেজের হুবহু পিকচার নেওয়াকেই সাধারনত স্কীন শর্ট বলা হয় । এটা হতে পারে অনলাইনের কিংবা অফলাইনেও ।

বর্তমানে ফেসবুকে স্কীনশর্ট দিয়ে একে অন্যকে ফাসানোর কাজ করা হচ্ছে । আপনার বন্ধুর সাথে একান্ত আলাপের ইনবক্সের পেজটার স্কীনশর্ট নিয়ে ওই বন্ধুটি আপনাকে ফাঁসাতে পারে ।

সাধারনত এতে ইউজারদের গোপন তথ্য প্রকাশ হয়ে যায় । এতে অনেক ক্ষতিও হতে পারে আবার সত্য উদঘটনও হতে পারে ।

স্কীনশর্ট জাভা মোবাইলেও নেওয়া যায় পিসিতেও যায় ।

যেভাবে আপনি একজন ফেসবুকারকে ফাঁসাবেনঃ

দুটি নেট ডিভাইস । একটা মূল আইডি আরেকটা ফেক আইডি । ফেক আইডিটা যাকে ফাঁসাবেন তার নাম ছবি এবং ইনফো দিয়ে সাজাতে হবে ।

কাজঃ আপনার মূল আইডি দেয়ে ফেক আইডিতে ইনবক্স করুন এবং ফেক আইডি থেকে ইচ্ছা মতো রিপ্লাই দিন । এরপর মূল আইডি থেকে স্কীন শর্ট নিন এবং প্রচার করুন । Sad

যেভাবে বাঁচবেনঃ কোন স্কীনশর্টকেই বিশ্বাস করবেন না । এটা বিশ্বাস করা মানেই ভুল করবেন ।নিজে অবিশ্বাস করবেন এবং অপরকে অবিশ্বাস করাবেন । একমাত্র অবিশ্বাসতাই পারে আপনাকে এসবের হাত থেকে বাচাতে ।

[বিঃদ্রঃ আমার উদ্দেশ্য স্কীন শর্ট দিয়ে ফাঁসানোর পথ বন্ধ করে দেওয়া । আপনি জেনে রাখুন তবে ইউজ করবেন না । করলে অবিশ্বাসী হিসাবেই চিহ্নিত হবেন ।]

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File