খালেদা জিয়ার প্রতি খোলা চিঠি । ।
লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৩ মে, ২০১৩, ০৪:৪৫:৩৯ বিকাল
খালেদা জিয়ার উদ্দেশ্য লেখা খোলা চিঠি ।
লিখেছেনঃ জাতির চাচা
মাননীয় বিরোধীদলীয় নেত্রী ,আপনাকে সংলাপের প্রস্তাব দিয়েছে শেখ হাসিনা । যদি মনে করেন এই মুহূর্তে সংলাপই একমাত্র সমাধানের পথ তবে ভুল করবেন । একটা গাছের চারা ভেঙ্গে গাছকে যেমন সরি বললেই গাছটা ঠিক হয় না তেমনি একটা দলকে মারতে মারতে শেষ সময়ে এসে সংলাপের কথা বললে দলটি ঠিক হবে না ।আপনাকে বুঝতে হবে এটা মানুষ নয় এটা আওমীলীগ । আপনাকে সংলাপে টানার অংশ হিসাবে তারা বিএনপি নেতাকর্মীকে মুক্তি দিচ্ছে ।এটাও ঐ একই বিষয় । আপনি কি ভাবছেন সংলাপ করবেন ? তবে জনতা থেকে বিছিন্ন হবেন ১০০ ভাগ গ্যারান্টি । জনতা মার খেয়ে খেয়ে ক্ষেপে গেছে ।আগুন জ্বলে উঠেছে ।এই আগুনে পানি দিবেন না । পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না । মানুষ আওমীলীগের জ্বালায় অতিষ্ঠ ।তাদের সাথে কোন সংলাপকে কেউ ভালোভাবে নিবে না । নির্যাতন তারা কম করেনি ।এর প্রতিদান তাদের পেতেই হবে । আপনাকে তারা তাদের ষড়যন্ত্রের ফাঁদে ফেলাতে পারে ।সাবধান হোন । যুদ্ধের জন্য উজ্জীবিত যোদ্ধাদলের চেতনা নিশেষ করবেন না ।এর পরিনিতি ভালো হবে না । তারা আপনাকে ডাকছে অপরাধ ঢাকার আশায় ।আপনি প্রশ্রয় দিবেন না ।এখন এক দফা এক দাবি আওমী নাস্তিকরা বিদায় নিবি ।
গনহত্যা সহ শত অভিযোগে সরকারের পদত্যাগের দাবি করুন । সংলাপ না তারা করছে নতুন ষড়যন্ত্র । আপনি ফাঁদে পা দিলেই মরবেন ।
একদিকে সংলাপের ডাক অন্যদিকে মুক্তি ।হঠাত্ গনতন্ত্র কায়েম করতে চাচ্ছে তারা ! এটা কি অবাক ব্যাপার নয় ! নো সংলাপ ! কিসের সংলাপ ? কেন সংলাপ ? খুনীর সাথে কোন সংলাপ নয় ।
জনতার মনের ভাষা বুঝে সময় থাকতেই সাবধান হোন সাপোর্ট দিবে জনগন ।
বিষয়: রাজনীতি
১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন