প্রধানমন্ত্রীর নতুন নাটক ও আমার অধিকার

লিখেছেন লিখেছেন পাখি ভাই ০৩ মে, ২০১৩, ০৪:৫৪:৩০ বিকাল

আজ লেখার কোন মানসিকতা ছিল না কিন্তু ফেইসবুকে এক বন্ধুর স্টেটাস দেখে আর না লিখে পারলাম না।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। যথাসময়েই তিনি সংলাপ নিয়ে আলাপ শুরু করেছেন।করেছেন নতুন নাটকের সুত্রপাত।

আমার অধিকারের প্রশ্নে মুল কথায় আসা যাক.......

আমি মাননিয় প্রধান মন্ত্রিকে ধ্বন্যবাদ দিয়ে শুরু করেছি। আমি কি তিনাকে ধন্যবাদ না দিয়ে পারি? পারি না। কারন এটা সাভারের হত্যাকান্ডকে খুব শীঘ্রই ভুলে যেতে জাতিকে সহায়তা করবে। যেমনটি দেখেছি গত কয়েক বছরে লিমন-ফ্যালানি থেকে শুরু করে প্রতিটি অঘটনায়।আমরা ভুলতে পেরেছি, বিডিয়ার বিদ্রোহ, ভুলেছি তাজরিন ফ্যাসনের কথা, ভুলেছি পাইল ধ্বসে নিহত আমার ভাইয়ের কথা। এসবই তিনাদের অবদান। তাই বাধ্য হয়ে তিনাকে এবং তিনার বিভিন্ন মন্ত্রনালয়ের অখ্যাত, কুখ্যাত, সন্ত্রাসী, বাটপার, চাপাবাজ, অযোগ্য, পাগল মন্ত্রীদেরকে ও এ ধন্যবাদের আওতায় নিয়ে আসলাম, কারণ অন্যরা সবাই মাইন্ড খাইতে পারেন। ভুল বুঝবেন না, কারণ আমি BNP ( বাংলাদেশ নাবালগ পার্টি) এর মত নীতি হীন নই যে ধন্যবাদ দিয়ে আবার প্রত্যাহার করবো। মুল কথা হল ধন্যবাদ দেয়া বা না দেয়া শুধুমাত্র আমার পিঠ বাচানো নিমিত্যে।

এ দেশে কি আমার বিচার পাওয়ার অধিকার আছে? নাই। কেন নাই? এ দেশে বিচার পাওয়ার অধিকার যে শুধুমাত্র বঙ্গবন্ধুর পরিবারের জন্যই নির্ধারিত। ওরে বোকারাম তোরা যারা বিচার চাস তোদের কি কোমরে যোর আছে? তোদের কি পকেটে মাল আছে? তোদের কি উপরে কোন- মানে, মন্ত্রীদের মাঝে বা সয়ং প্রধানমন্ত্রির সাথে সখ্যতা আছে? তোরা কি নির্বাচনে জয়লাভের জন্য অস্ত্রবাজী, বেলট ছিনতাই করতে পারিস? তোরা কি ওদের জন্য খাদ্য হিসেবে প্রগতিশিল নারীদের বিছানাই পাঠাত পারিস? পারিস না। তাহলে কেন ২ টাকার মোরগ হয়ে পাহাড়ে গিয়ে ডাকাডাকি করতে যাস? বিচার পাওয়ার অধিকার যে শুধু তাদেরই আছে সেটা কেন যে মাথামোটা বাঙালি তোর বারবার ভুলে যাস আমি বুঝি না? তোদের কি বলব আমি নিজেও তোদের দলে....

আমি কেন বার বার ভুলে যায় আমার ইতিহাস? আমার তো জানা উচিৎ মনে রাখা উচিৎ আমি আসলে এদেশের মালিক না। মালিক তো ওরাই যারা এ দেশকে ধর্ষন করতে পারে। যারা এ দেশকে তাদের পিতার সম্পদ বা স্বামির সম্পদ মনে করে। এ দেশে তাদেরই কথা বলার কথা, যারা এদেশের মালিক আমিতো কোন ছার!!!

এদেশে কি আমার মত প্রকাশের কোন অধিকার আছে? নাই। কেন নাই? কারণ আমি ওদের মত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলতে পারি না।ওদের মত করে অপরাজনীতি করতে পারি না। ওদের মত করে ওদের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে পারি না আমি বাদে সবাব চোর।

এদেশের ব্লগে আমি কি ব্লগার হতে পারি? পারি না। কেন? কারণ আমি ধর্মকে গালি দিতে পারি না। এটা আমি কেন ভুলে যায়, এদেশে নারীরা মানুষ আর আমরা সবাই বুকচুদ, মদন, না-লায়েক? তাইতো এদেশের ব্লগে নারীর অধিকারের সমালোচনা করলে তা মুছে দেয়া হয়ে।

এদেশে কি আমি প্রগতিশীল হতে পারি? না, পারি না। কেন পারি না? কারন আমি তাদের মত মিথ্যার বেসাতি ছড়াতে পারি না, পারিনা মতপ্রকাশের নামে ধর্মের নামে কুৎসা রটাতে, করতে পারি না প্রগতির নামে ছাত্রীদের শ্লীলতাহানী, করতে পারি না চাদাবাজি, চাপাতি দিয়ে মানুষ খুন করতেও আমি অক্ষম। আমি পারিনা আমার বাবার তূল্য শিক্ষকের গালে চড় বসাতে, আমি পারি না পরিক্ষার হলে নকল সাপ্লাই দিতে, আমি পারি না মদের রসে আর গাজার ধুয়াই ফুরফুরে মেজাজে উড়তে। আমি কিভাবে প্রগতিশীল হব? আমি তো সারা রাত বান্ধবির সাথে একই কাথার নিচে অথবা কোন চত্ত্বরে নরম শরিরে হেলান দিয়ে শুয়ে থাকতেও পারি না।

এদশে কি আমার রাজনীতি করার অধিকার আছে? নাই। কেন নাই? কারন আমি হত্যাকে ভয় পায়, ভয় পাই লাশের গন্ধকে। চালাতে পারি না কোন আগ্নেয়াস্ত্র। কখনও কোন নেতা নামের সন্ত্রাসির বোগল তলে বা শাড়ির আচলে মুখ লুকাতে পারি না।

এ দেশে কি আমার বেচে থাকার অধিকার আছে? নাই্। কেন নাই? কারণ আমি ওদের মত লোক দেখানো প্রগতিশীল নই, নই কোন ধর্মদ্রোহী, নই কোন নাস্তিক, নই কোন প্রেমিক নামের খাদক, নই কোন লোকদেখানো ধার্মিক। আমি কেন ভুলে যায় এদেশে এখন বাম, রাম, ভোদড়, তেদড়দের রাজত্বের কথা। এদেশে আমি অভাগা কেন বেচে আছি? জানি না।

এদেশে কি আমার লাশটি আমার পরিবারের পাওয়ার অধিকার আছে? নাই। কেন নাই? কারণ আমি সমাজের উচুতালার মানুষ না। নই আমি কোন টাকা খাওয়া বিঞ্জানী অথবা কোন লীগ বা দল(যদিও দলেরও এখন দিন খারাপ যাচ্ছে, তারাও দেখি লাশ খুজে পায় না। তাহলে আমি কে?) আমি একজন রোদে পোড়া শ্রমিক বটে।আমার জন্য মানবাধিকার নেই, নেই কোন বিবৃতি, সভা, সেমিনার, মুক্তির আন্দোলন,উদ্ধারের চেষ্টা। আমাকে উদ্ধার করতে গেলে নাকি মাঝে মাঝে মান সম্মানও ধুলাই ধুসরিত হয়ে যাই। যদিও মা আমার লাশের জন্য ধ্বংসস্তুপের পাসে বসে বিলাপ করে। অভাগি মা আমার, বোকা মা আমার জানে না তার আদোরের সন্তানের লাশ কত দুর্গন্ধময় যা আজ সরকারের মসনদ পর্যন্ত দুষিত করে ফেলেছে। মাগো আজ তোমার ছেলের লাশের কারণে সরকারের ইমেজ এর সংকট, তাইতো মা তোমার ছেলের লাশকে আজ তোমার হাতে দেবে না, তারা তোমার ছেলের লাশকে অনেক উন্নত মানের আচ্ছাদনে পেচিয়ে সুন্দর কোন কবরে পুতে দিয়েছে। তেমার ছেলে তো কোন রাজনীতিবীদ ছিলনা, ছিলনা সরকারের কোন পোষা কুত্তা, সে ছিল শুধুই রাষ্ট্রের দাস, থাই তার লাশ পাওয়ার অধিকার তোমার নেই।তুমি এত বোকা মা....??

এদেশের প্রতি কি আমার ভালবাসা থাকতে পারে? না পারে না। কারন আমি আমার দেশের জন্য অন্য যে কোন দেশকে অসম্যান বা বিরোধিতা করতে পারি। ভলবাসা তাদের থাকে যারা আমার দেশের মাটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য দেশকে খুশি রাখতে পারে। দেশপ্রেম তাদের জন্য যারা দেশপ্রেমের নামে বেসাতি ছড়ায়, যারা দেশপ্রেম ঝুড়িতে করে বিক্রি করে তাদের জন্য।

সত্য ঘটনা বা দুর্ঘটনাকে ধামাচাপা, সরকারের ইমেজের প্রশ্নে মিথ্যাচার, লাশ নিয়ে রাজনীতি এবং আমার মত অবাধ্য, স্বাধীনচেতা, সত্যের প্রতি কৌতুহলি, অন্যায়ের সমালোনাকারী, ব্যাক্তিদেরকে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে কারাগারের প্রকোষ্টে নির্যাতন বা হয়রানি করার জন্য মাননীয় গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারকে আবারও আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই বিনম্র ধন্যবাদ।

বিষয়: রাজনীতি

১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File