লাশ গুম হওয়ার আশংকায় জাতি.।।।

লিখেছেন লিখেছেন চন্দ্রোদয় ০২ মে, ২০১৩, ০৯:২২:৫৭ সকাল



মনের সন্দেহটি এবার পুরো মাথাচাড়া দিয়ে উঠল--------------

আজ দুপুর-এর পর থেকে সেনাবাহিনী কোনো সাংবাদিক- ক্যামেরাম্যান, সেচ্ছাসেবক-উদ্ধারকরমী, এমন কি ডাক্তারও ঢুকতে দিচ্ছে না। বিশেষ করে সাংবাদিক- ক্যামেরাম্যানদের রাখা হচ্ছে বেশ দুরত্তে। সেচ্ছাসেবকরা বলছে ভেতরে এখনো কিছু জীবিত ও কয়েকশো মৃত মানুষ আছে। তারাও ঢুকতে চাচ্ছে, কিন্তু সেনাবাহিনী দিচ্ছে না। একটু আগে সেখানে আগুন ধরলো , অনেক এ আহত হল । তবুও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ধারনা করা হচ্ছে ভিতরে পড়ে থাকা বহু লাশ গুম করা হবে। যেমন তাজরিন-এ মারা গেল ২০০+ আর আমরা জানলাম ১১২। টোটাল ফাকিবাজি। রানা প্লাজায় এখনও ৯০০+ নিখোজ। টোটাল সংখ্যা ১২০০+ হওয়ার কথা। বাকিটা আল্লাহই ভালো জানে............।

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File