দরুদ ও সালাম

লিখেছেন লিখেছেন শিহাব আহমদ ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৫:৩৭ রাত

আস্ সালাতু আস্সালামু আ’লাইকা, ইয়া মুহাম্মাদুর রাসুল্লাহ্

দূর করি জাহিলিয়াতের আঁধার

তুমি এনেছ বিশ্বে শান্তির বারতা

তোমার আগমণে ধন্য বিশ্ব মানবতা

আস্ সালাতু আস্সালামু আ’লাইকা, ইয়া হাবিবুল্লাহ্।

অন্যায়-অবিচার আর পাপাচারে মানবতা ছিল যখন ধূলি মলিন

মানুষে মানুষে হানাহানি আর বর্বরতা

কলুষিত করে রেখেছিল মানবাত্মা

তখনই নিয়ে এলে মুক্তির বারতা

আস্ সালাতু আস্সালামু আ’লাইকা, ইয়া রাহমাতুল্লীল আলামীন।।

কুসংস্কার আর শত সহস্র উপাস্যের ভীড়ে

মানুষের মর্যাদা যখন টলটলায়মান

তুমি তখন ছড়িয়ে দিলে বিশ্ব জুড়ে

’লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্’ এ কলেমার আহ্বান

এক আল্লাহর আনুগত্যে মানুষ হলো গরীয়ান মহীয়ান।।

আল্লাহ্ ও তাঁর ফেরেশতাগণ পড়েন দরুদ ও সালাম

সৃষ্টিকুলের সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File