জালিমের পতন হবেই ইনশাল্লাহ
লিখেছেন লিখেছেন হুতোম পেঁচা ০৬ মে, ২০১৩, ১২:৪১:২৫ দুপুর
কাঁদতে গিয়ে চোখের পানি আটকে আসছে,সাভারের এতো গুলো লাশের দাগ না শুকাতেই এ দেশের আলেম সমাজের রক্তে লাল হলো বাংলার জমিন।আমি অবাক,আমি স্তম্ভিত,আমি ক্ষুব্ধ।সকালে উঠেই মধ্যরাতে নিরীহ আলেম সমাজ আর মুসলমানদের উপর যে গনহত্যা চালালো সেটা এ দেশের শত বছরের ইতিহাসে সবচেয়ে বড় গনহত্যা। এ নৃশংতা পাক মিলিটারির চেয়েও ভয়ংকর।গত ০৬ এপ্রিলের লংমার্চে দেখেছি আল্লাহ ও তার রাসুল(সঃ) নিয়ে কটুক্তিকারীদের বিচারের দাবীতে সাধারন মানুষ কিভাবে রাস্তায় নেমে এসেছে।আজ় ০৫ মে কালো শান্তিপুর্ন অবস্থান কর্মসুচিতে যে নজিরবিহীন গনহত্যা হলো,এটা জ়ালিমের পতনের ধ্বনি। যাদের মাঝে এতদিন ধারনা ছিল যে আলেম সমাজ জালিমের মুখোমুখি না হয়ে শুধু মসজিদে থাকে আজ সেটা ভুল প্রমানিত হলো।হাসিমুখে এভাবে আল্লাহ ও তার নবীর জন্য জীবন দিয়ে দিলো,এ শহীদদের রক্ত বৃথা হবে না।মানুষকে মরতেই হবে,যে আলেমরা শহীদ হলো,জালিমরাও মরবে।আলেমরা রাজপথে জালিমের গুলিতে,জালিমরা খুব বেশী হলে সিংগাপুরে মাউন্ট এলিজাবেথ হাস্পাতালে। যে যমীন শহীদের রক্তে লাল হলো,সে জমীনে জালিমের পতন ঘনিয়ে আসছে।মানুষের কান্না বৃথা হবে না,আল্লাহর ওয়াদা সত্য হবেই।জালিমরা যুগে যুগে একীরকম
থেকেছে,মুসলমানদের পরীক্ষা শেষ হলেই আল্লাহ সাহায্য করবেন। ইতিহাস তাই বলে,ইতিহাস থেকে জালিমরাশিক্ষা নেয় না। যে সব মিডিয়া জঘন্য গনহত্যা চেপে যাচ্ছেন,তারাও অপেক্ষা করুন ইতিহাসের ডাস্টবিনে
পতিত হওয়ার জ়ন্য। আল্লাহ ওয়াদা করেছেন শহীদের রক্ত তিনি বৃথা যেতে দিবেন না।ইনশাল্লাহ জ়ালিমের পতন আসছে ঘনিয়ে।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন