বাতাসে লাশের গন্ধ

লিখেছেন লিখেছেন হুতোম পেঁচা ২৫ এপ্রিল, ২০১৩, ০৪:৩২:৫৭ বিকাল

এ রাষ্ট্র কোনদিন শোষিতের পক্ষ নেয় নি,সাধারন মানুশের রক্তে পাওয়া এ স্বাধীন বাংলা ব্যস্ত ছিল ভোগবাদি-পুজিবাদির পা চাটায় , যখন সাভারে্র বাতাসে শ্রমিকের লাশের গন্ধ,বেঁচে থাকার আকুলতায় মানুষের আর্তনাদে ভারী এ জনপদ,তাজরীন গামেন্টেসের জ়্বলন্ত অংগারে পুড়েছিল হাজ়ার মানুষ ,রাষ্ট্র নিশ্চুপ থেকেছে, তিন কমিটির এক ঢং কোন দিন পারে নি ন্রপশুদের চৌদ্দ শিকে পুড়তে।যাদের ঘামের পয়সায় রাষ্ট্রর নষ্ট সন্তান্ দের এত ফুটানি,তাদের জ়ীবনের দাম কমতে কমতে কখনো একটি ছাগল বা বিশহাজারে টাকায় গিয়ে ঠেকেছে।দু্ঘটনা হতেই পারে,কিন্তু ডেকে এনে এভাবে মানুষ হত্যা কোন জংলী দেশেও হয় না। রানা বেচে যাবে রাজনীতির প্যাচে,বিএনপি-লীগ বেশ্যার মত ঝগড়া করবে,সুশিলরা ঘেউ ঘেউ করে থেমে যাবে কিন্তু এত গুলো মানুষের ঘৃনা আর কান্নায় টিকে থাকবে রাষ্ট্র। রাষ্ট্রের কোষাগারে জমা থাকুক এ সব ঘৃনা আর চোখের পানি,আর কতো মানুষ(???) মরলে তোমার বিলাস নিদ্রা কাটবে আমার দেশ?

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File