“স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে রয়”

লিখেছেন লিখেছেন পৃথিবী থেকে ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৩:২০ সকাল

জীবন দর্শন নিয়ে ভাবার জন্য একটু অবকাশ দরকার। জীবনের গতি নির্ধারণের জন্য একটু কোলাহলমুক্ত পরিবেশ দরকার। বাহ্যজ্ঞান ব্যাতীত ধ্যানমগ্ন মন মানসিকতা দরকার। আজ আমি ব্যস্ত, ব্যস্ত আমার শহর। ব্যস্ত আমার চারিপাশ। কোন ফুসরত নেই ভাবার। যান্ত্রিক সভ্যতার করালগ্রাসে বন্দী আমি। কপি পেষ্টের মধ্যেই আবদ্ধ আমার চিন্তা। অনুসরণ অনুকরণই আমার চলার পাথেয়। সৃষ্টিশীল, নব নব উদ্ভাবন, সৃজনশীল কর্মকান্ড, জীবনের গূঢ় রহস্য নিয়ে ভাবতে পারছিনা সময় নেই বলে। কিন্তু আমি কি করছি ব্যস্ত সময়ে তারও কোন সদুত্তর আমার কাছে নেই। শুধুমাত্র কে কি বলেছেন মনে করেছেন সেই আপ্ত বাক্যই রপ্ত করছি। প্রত্যেকটা মানুষেই তার চিন্তাধারা, জীবনধারা দিয়ে অপরকে প্রভাবিত করতে চান। হয়ত সেটা হয় প্রত্যক্ষ্য নয়ত অপ্রত্যক্ষ্য। যারা অপ্রত্যক্ষভাবে কাজটি সমাধা করতে পারেন তারাই সমাজে আধ্যাত্নিক গুরু বনে যান। তারা মানুষের জীবন নিয়ে খেলা করেন। তাদের এ খেলা আমার কাছে মাদকাসক্তদের থেকেও বেশি ভয়স্কর মনে হয়।

হয়ত আমি কখনো পাবোনা কোলাহল মুক্ত জীবনের অবকাশ। পাবোনা একটু নিরিবিলি পরিবেশ। সকল চিন্তা মতাদর্শ, পরিবেশের প্রভাব বাদ দিয়ে চিন্তা করার সুযোগ হয়ত এ জীবনে ঘটবেনা। আমার চারিপাশ, সমাজ, পরিবার, আমার দীর্ঘদিনের কর্মকান্ঢ দেখা শোনার মধ্য দিয়ে যে ভাল লাগা, পছন্দ অপছন্দের মাপকাঠি তৈরি হয়েছে তাকে আমি কখনোই পাল্টাতে পারবনা। কিন্তু আমার ইচ্ছা জীবনকে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে দেখা। জীবনের গূঢ় রহস্যের উদঘাটন করা। যেটি কোন স্থান কাল পাত্র দ্বারা প্রভাবিত হবে না, বন্দী হবেনা । আমি জানি এটি কখনোই সম্ভব হবে না। তাই বলছি “স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে রয়”।

বিষয়: বিবিধ

২০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File