দিল্লিতে ধর্ষণ প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন পৃথিবী থেকে ২০ এপ্রিল, ২০১৩, ০৬:১০:৫৯ সন্ধ্যা



আবারও দিল্লিতে ধর্ষণ। ভারতজুড়ে তোলপাড়। তবে এবার ধর্ষণের শিকার মাত্র পাঁচ বছরের এক শিশু!

শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর ধৃত ধর্ষকের শাস্তির দাবিতে ভারতের রাজধানীতে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে।

বিক্ষোভকারীরা ভারতের পুলিশ কমিশনার নিরাজ কুমারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে দ্রুত তার পদত্যাগ দাবি করেন।

দিল্লি জুড়ে বিশেষ করে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধে এবং দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১৫ এপ্রিল বাড়ির রাস্তা থেকে অপহৃত হয় শিশুটি। তাকে দুইদিন একটি রুমে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। এসময় তাকে কোন ধরনের খাবার বা পানি দেওয়া হয়নি। পরে শিশুটির চিৎকারে পাশের ভবনের লোকজন এসে তাকে উদ্ধার করে।

বুধবার সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউব অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে।

আজ যে রাস্তা দিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়, সেই রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। হাসপাতালে ভর্তি শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসারত ডাক্তাররা জানান।

ধর্ষণের ঘটনা পুনরাবৃত্তির হওয়ার পেছেনের কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। তিনি নারীদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখার আদেশ দিয়েছেন।

আটককৃত ধর্ষক মনোজ কুমারকে তিন দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File