হেফাজতের উপর আল্লাহর গজব?
লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ১০ মে, ২০১৩, ০৩:৪০:৪২ রাত
এরা মানুষ না, পিচাশ।
পোশাকশিল্প ক্ষেত্র সাভারের রানা প্লাজায় স্মরনকালের ভয়াবহ দূর্ঘটনার পর পুরো জাতি যখন দুঃখভারাক্রান্ত, ধ্বংসস্তুপে আটকে পরা নারী-পুরুষ এর আত্মচিৎকারে বাতাস ভারি হয়ে আসছে তখন হেফাজতের মওলানারা তাদের বগুড়ার জনসভায় প্রকাশ্যে এক ফাতোয়া নাজিল করে দিল, "আল্লাহ বেপর্দা নারীদের উপর গজব দিয়েছে"। ঐ সভায় হেফাজতের মওলানারা বেপর্দা নারী গার্মেন্টস কর্মীদের উপর আল্লাহ গজব নিয়ে হাসি তামাসা, তুছ্চ তাচ্ছিল করে।
এখন খুব সরল ভাবেই প্রশ্ন উঠেছে মতিঝিল শাপলা চত্তরে মাত্র দশ মিনিটের পুলিশী টিয়ার্সসেল একশনে চোখের পলকে যে ৩০,০০০(ত্রিশ হাজার) হেফাজতের মওলানা মরে গুম হয়ে গেল তা কোন গজবের কারনে? এটাই জাতির প্রশ্ন।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন