ইসলাম ধর্মে সমকামিতার শাস্তি।
লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ০৫ জুন, ২০১৩, ০২:২৮:২৩ রাত
২০০১ সালে নেদারল্যান্ড প্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দেওয়ার পর তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আজকে ২০১৩ তে ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, অষ্ট্রেলিয়া, আমেরিকা(অনেক স্টেট) সহ পৃথিবীর প্রায় ৫০টি সুসভ্য দেশে মানুষের সমকামিতাকে বৈধতা দেয়া হয়েছে। অনুরুপ ২০১১ সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলও সমকামিতার পক্ষে একটি ঐতিহাসিক সনদ পাশ করে। যদিও দুঃখজনক ভাবে আমাদের বাংলাদেশসহ পাকিস্তান, ইরান, আফগানিস্তান, ইণ্দেনেশিয়া............... র মত পৃথিবীর শ্রেষ্ঠ "দুর্নীতিবাজ-ঠকবাজ" মুসলিম দেশসমুহের কোনটিতেই সমকামিতাকে বৈধতা দেয়া হয়নি। এর কারন সম্ভবত ধর্মগ্রন্থ আল কোরানের নিষেধাজ্ঞা। তবে আল কোরানে দুর্নীতি, ঠকবাজী, ফরমালিনবাজী নিষিদ্ধ কিনা আমার জানা নেই।
ধর্মগ্রন্থ আল কোরানের বিভিন্ন সুরা-আয়াতে মানুষের সমকামী-প্রবনতার বিরুদ্ধে বিচিত্র সব শাস্তি/গজবে কথা বলা আছে। পাথরবৃষ্টি, ভুমিকম্প, বন্যা.......... দিয়ে আল্লা তাৎক্ষনিক ভাবে সমকামীদের মাটিতে পিশে শায়েস্তা করেন, (সুরা ৭:৮০-৮২, ২৬:১৭৩, ২৯:২৮-২৯)
তবে, তাজ্জবের ব্যাপার হলেও সত্য যে মানুষের সমকামিতাকে বৈধতা দানকারী টপ-লিস্টেড চিহ্নিত রাষ্ট্র নেদারল্যান্ড, নরওয়ে, বেজিয়াম, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা........... সহ কোন দেশেই পথরবৃষ্টি শুরু করা সম্ভব হয় নি।
বিষয়: বিবিধ
২৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন