জেগেছে বাঙালি গাজরনমঞ্চে। শ্লোগানে শ্লোগানে মুখরিত তুই রাজাকার, তুই রাজাকার।
লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ০৯ মে, ২০১৩, ০৬:৫৪:৫৮ সন্ধ্যা
ফাঁসির রায়ে গণজাগরণ মঞ্চে জনতার জাগরন, উল্লাস, আনন্দ, মিষ্টিবিতরন, নাঁচ গান বাদ্য। একটাই দাবি, ফাঁসি ফাঁসি। আমি কে তুমি কে বাঙালি বাঙালি। হেফাজতী ইসলাম মেইড ইন পাকিস্তান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানারে ফাঁসির রায় ঘোষণার খবর গণজাগরণ মঞ্চে এসে পৌঁছার পর থেকে মঞ্চে অপেক্ষমান জনতা সমস্বরে দাঁড়িয়ে উল্লাস করেই যাছ্ছে। রায় ঘোষণার পরপরই তারা আনন্দ মিছিল করে। এ সময় তাদের তালি, আলিঙ্গন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো শাহবাগ। চারপাশ থেকে জনতা এসে ভিড় করে শাহবাগ প্রজন্ম চত্বরে। আনন্দ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
আবারো জাগরনমঞ্চ দিনে ও রাতে। ইস্পাত কঠিন শপথ, রাজাকারের ফাঁসি চাই।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন