মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসায় ব্যস্ত কিন্তু বীরঙ্গনা মা-বোনের ভাগ্য কি জুটেছে?
লিখেছেন লিখেছেন মুক্তধারা ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৫:৩৮:১৯ বিকাল
মুক্তিযোদ্ধার চেতনার দল আ:লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসায় নিয়োজিত। ধরা যাক মুক্তিযোদ্ধারা অনেক কিছু পেলো। কিন্তু তিনি যে মা বোনের ইজ্জতের কথা বলেন । কথায় কথায় মা বোনের ইজ্জতের বিনীময়ে এদেশ স্বাধীন হয়ে। যে মা-বোন ইজ্জত দিয়েছেন তারা অবশ্যই বীরঙ্গনা। আমি এই বীরঙ্গনাদের গভীর ভাবে শ্রদ্ধা জানাই। তবে এই বীরঙ্গনাদের নিয়ে কি করেছেন মুক্তিযোদ্ধার চেতনার দলটি। তারই একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি অনলাইন পত্রিকা। কেমন আছেন এই শ্রোদ্ধেয় বীরঙ্গনা মা-বোনেরা। দেখতে ক্লিক করুন।
বীরঙ্গনাদের ভা্গ্য স্বৃকীতি জোটেনি ক্লিক করুন এখানে
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন