""হায়রে আজব দুনিয়া"" সেলফি তুলতে গিয়ে মৃত্যুঃ
লিখেছেন লিখেছেন মুক্ত বাক্য ১৩ আগস্ট, ২০১৪, ০২:৩৬:১৯ রাত
সেলফি তুলতে গিয়ে খাড়া পাহাড়
থেকে খাদে পড়ে গেলেন এক
পোলিশ দম্পতি। ঘটনাটা ঘটে গত
শনিবার পর্তুগালের এক
পাহাড়ি এলাকায়। সেখানে এ
দম্পতি দুই
সন্তানকে সাথে নিয়ে বেড়াতে
গিয়েছিলেন। একদিকে পাহাড়। আর
অন্যদিকে আটলান্টিক সাগর।
তারা ছিলেন পাহাড়ের চূড়ায়।
মুহুর্তগুলোকে ধরে রাখার জন্য
ছবি তুললেন পরিবারের সবাই।
হঠাৎ ইচ্ছে হলো দুই সন্তানকে পর্দার
বাইরে রেখে সেলফি তুলবেন কেবল
স্বামী স্ত্রী। কিন্তু ঘটনার নির্মমতায়
তারাই চলে গেলেন পৃথিবীর
আড়ালে। অর্থাৎ সেলফি তোলার
আনন্দে অসতর্ক মুহূর্তে একশো ফুট ওপর
থেকে পড়ে গেলেন সাগরে।
আর বাবা মায়ের এ
মৃত্যুটা তাকিয়ে তাকিয়ে দেখতে
হলো দুই সন্তানকে। এদের একজনের বয়স
পাঁচ, অন্যজনের ছয়।
ঘটনাটা কিভাবে ঘটলো,
সেলফি তুলতে গিয়ে কিভাবে ঝুঁকিপূর্ণ
এলাকায় তাদের
বাবা মায়েরা গেলেন, এসবের কিছুই
বলতে পারছে না ওরা।
তবে চোখের সামনে বাবা মায়ের
এমন মৃত্যু দেখে ওরা এখন
মানসিকভাবে বিপর্যস্ত। তাই
ওদেরকে মনোচিকিৎসকের
তত্ত্বাবধানে রাখা হয়েছে।
সন্তানদেরকে জিজ্ঞেস
করতে না পারলেও পুলিশ ঘটনাটা তদন্ত
করে দেখছে বলে পর্তুগীজ চ্যানেল
সিএমটিভিকে জানান দুর্ঘটনাস্থলের
কাছাকাছি এলাকায়
দায়িত্বে থাকা অধিনায়ক দারিও
পিন্টু। তিনি বলেন, শনিবার
বিকেলেই তারা দুর্ঘটনার
জরুরি সঙ্কেত পান। কিন্তু জোয়ারের
পানি বেড়ে যাওয়ায়
দম্পতিকে উদ্ধার করা যায়নি।
নিহত দম্পতি সম্পর্কে লিসবনে নিযুক্ত
পোল্যান্ডের দূত মনিকা দুলিয়ান
জানান, পরিবারটি বেশ কয়েক বছর
ধরে পর্তুগালে বসবাস করছে।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই
প্রথম নয়। এর
আগে জেনিয়া ইগনেটেভা নামের এক
রুশ তরুণী ৩০ ফুট উঁচু রেল সেতু
থেকে পড়ে মারা গেছেন। ১৭ বছর
বয়সী এ তরুণী শেষ মুহূর্তে বিদ্যুতের
তার আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন।
কিন্তু ১,৫০০ ভোল্টের তার
তাকি পুড়িয়ে দেয়।
সেলফি তুলতে গিয়ে মারা যান
ইতালির এক
কিশোরী ইসাবেলা ফ্রাচ্চিওলা। ১৬
বছর বয়সী এ কিশোরীর মৃত্যু হয় দক্ষিণ পূর্ব
ইতালির টরেন্টো শহরের ৬০ ফুট উঁচু
পাহাড় থেকে পড়ে।
(নয়া দিগন্ত অনলাইন)
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ এদের সঠিক বুঝ দান করুন -আমিন ।
পর্যায়ে গেছে যে
ফেসবুক ব্যব
হারকারী
মৃত্যুপথযাত্রীও মরার
ঠিক আগ
মুহূর্তে সেলফি তুলতে
চাইবে ।
আল্লাহ এদের সঠিক
বুঝ দান করুন -আমিন
।
সহমত হতভাগা ভাই
মন্তব্য করতে লগইন করুন