শিরোনামহীন ভাবনা

লিখেছেন লিখেছেন শিরোনামহীন ১৩ আগস্ট, ২০১৪, ০২:৩৫:৪৭ রাত

অনেকেই ব্লগ লিখে। হরেক রকম মানুষের হরেক রকম বিষয়। আমি ভেবে পাইনা কি নিয়ে লিখব। তারপরও ব্লগীয় জীবনের যাত্রা। ডিজিটাল যুগে ভালো থাকার একটি উপায় হলো ব্লগিং না লিখলেও অনেকের লিখা পড়ে অনেক কিছু শেখা যায়। গল্পের বইয়ের চেয়ে ব্লগের সোস্যাল ইমপ্যাক্ট কোন অংশে কম নয়। মানুষের ভাবনার ধরনের অনেক পরিবর্তন হয়েছে, আবার তথ্যর সহজলভ্যতাও মানুষের শিক্ষার পরিধীকে করেছে আরো বিস্তৃত। এখন একজন যুবক স্কুল কলেজে না গিয়েও জ্ঞানের সাগরে বিচরন করতে পারে। জ্ঞান অর্জনের এই বিশাল সুযোগের ফলে চিন্তার স্বাধীনতা মানুষ লাভ করেছে অনেকাংশে। আবার মুক্তচিন্তার ফলে মানুষের জ্ঞানের পরিধিও বাড়ছে। আগে যেখানে মানুষ একাডেমিক লিখাপড়ায় বুঁদ হয়ে থাকতো কিংবা খেলাধুলায় ব্যস্ত থাকত এখন সে সময়গুলোতে ডিজিটাল জগতে অবাধ বিচরনের ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানের নানা উপকরন গুলো আস্তে আস্তে আয়ত্ব করছে খুব সহজেই ফলে বুদ্ধিবৃত্তিক একটি সমাজের উম্মেষ হচ্ছে সবার অজান্তেই।

আর এই বুদ্ধিবৃত্তিক সমাজে টিকে থাকতে হলে বুদ্ধির যথাযথ প্রয়োগ ছাড়া মতবাদের বিকাশের সম্ভবনা ক্ষীন। সুতরাং ভাষার অপপ্রয়োগ কিংবা গায়ের শক্তি দিয়ে বুদ্ধিবৃত্তিক সমাজের মোকাবেলার চেয়ে বুদ্ধির উম্মুক্ত চর্চাই সঠিক পন্থা।

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File