রানা প্লাজা ধ্বসের প্রায় আট মাস পরের একদিনের ঘটনা

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২৪ এপ্রিল, ২০১৪, ১১:১৫:৩১ সকাল



ঘটনা স্থল রানা প্লাজার ধ্বংস স্তুপের পেছন দিক। খুব যত্নের সাথে একটা একটা করে হাড় ব্যাগে ভরছিলেন এক বৃদ্ধা। তার চোখে জল।

পুলিশ তাড়া দিচ্ছে। তাদের ডিউটি আছে। কোন এক জজ সাহেবকে নাকি এসকোর্ট করতে হবে। একটু পর পর ফোন আসছে। একটা একটা করে হাড় গুণে গুণে সিজার লিস্ট বা জব্দ তালিকা তৈরী করার সময় নাই।

কিন্তু বৃদ্ধার কোন তাড়া নেই, তিনি ধীরে ধীরে গুনে গুনে হাড়গুলো ব্যাগে ভরছেন। হয়তো এই হাড়গুলো তার মেয়ে নূরজাহানের। ছোট ছোট দাতের চোয়াল, পাজরের হাড়, মেরুদন্ডের কশেরুকা, হাত পায়ের হাড় - সব মিলে এক জায়গা থেকেই পাওয়া গেছে ৫২টা হাড়। রানা প্লাজার ধ্বংস স্তুপ যে পুকুরে ডাম্প করা হয়েছে, সেই পুকুরের কিনারার দিকেই পাওয়া গেছে হাড়গুলো।

নূরজাহান রানা প্লাজার একটা গার্মেন্টস এ কাজ করতো। আট মাস হয়ে গেলেও মেয়েটার কোন হদিস নেই। এতদিন পরেও রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে একের পর এক হাড় পাওয়ার ঘটনা। তার বিশ্বাস এখানেই কোথাও পাওয়া যাবে তার মেয়ের হাড়-গোড়।

পুলিশদেরকে তাই বার বার অনুরোধ করছেন- যেন প্রতিটা হাড়ের ডিএনএ টেস্ট করা হয়। সেইদিন উদ্ধার হওয়া মোট ১০২ টা হাড় তিনি নিজ হাতে দুই ব্যাগে ভরে পুলিশের গাড়িতে তুলে দিলেন ..........

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212551
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৭
egypt12 লিখেছেন : ঐ হাড় গুলোর কি ডিএনএ টেস্ট হয়েছিল?
212565
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আহারে কোন মায়ের হতভাগা সন্তান তারা Sad Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File