কেও ফেরে কেও ফেরেনা !

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৮ এপ্রিল, ২০১৪, ১১:০২:৫৭ রাত



গুমের স্বীকার ছাত্রশিবিরের আট নেতা :

ছাত্রশিবিরের আট জন নেতার খোঁজ পাবে কি তার সাথীরা! মায়েদের চোখের অশ্রু কি মুছতে পারব আমরা ? আজ দু’বছরেও যাদের কোন সন্ধান মেলে নি।

তাদের মধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দু’জন মেধাবী ছাত্র আল মুকাদ্দাস এবং এম. ওয়ালীউল্লাহ ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি, রাজশাহী মহানগরী শাখার দপ্তর সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম মাসুমকে গত বছরের ৪ এপ্রিল এবং এরও কিছুদিন আগে ২ এপ্রিল ঢাকা মহানগরী পশ্চিম শাখা শিবিরের আদাবর থানার ভারপ্রাপ্ত সভপাতি হাফেজ মো. জাকির হোসেনকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আজও তাদের কোন খোঁজ মেলেনি।

এখানেই শেষ নয়! গত ২৩ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র, শিবির নেতা মোঃ তাজাম্মুল আলী ও আজিজুল ইসলামকে ঢাকার বাড্ডা থেকে জনসমক্ষে ৮-১০ জন লোক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়।

এই দুজনকে খুঁজতে এসে গত ২৬ জুন রাত ৮টার দিকে রাজধানীর গুলশান থানার সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুস সালাম ও ঢাকা মহানগরী উত্তর শাখার শিবির নেতা নুরুল আমিন গ্রেফতার হন। গুম হওয়াদের খুঁজতে এসে নিজেরাই হলেন গুমের শিকার! কী অনিশ্চিত আজব এ দেশ।

আল মুকাদ্দাস ও ইলিয়াস আলীরা রেজওয়ানাদের জা্মাই নন, তাই তারা ফিরে আসেন না ...

বিষয়: রাজনীতি

১০০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209750
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১৫
অজানা পথিক লিখেছেন : মুসলমানের মানবাধিকার থাকতে নেই
209762
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২৬
মাটিরলাঠি লিখেছেন : জামাই-এর ব্যাপারটা আসলে কি? সেম সাইড গোল?
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
158382
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ‘র’ র্কতৃক আইএসআই এজেন্ট আপহৃত হওয়ার ঘটনাকে ঢাকা দিতেই , বেলা প্রতিনিধি রেজওয়ানার স্বামীকে অপহরনের নাটক সাজানো হয় । হয়তো রেজওয়ানার স্বামীও বিষয়টা নিয়ে কিছুই জানেন না। তবে রেজওয়ানা জানেন এবং সে জন্যই গত দুদিনে একবারও রেজওয়ানার চোখে স্বামী হারানোর বেদনা আমরা দেখতে পাইনি
209825
১৯ এপ্রিল ২০১৪ রাত ০২:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File