শাহবাগ - হেফাজত পতনের পর .......
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১২ এপ্রিল, ২০১৪, ০৭:৪৬:২৪ সন্ধ্যা
গত দু’দিনের দুটি ঘটনা এই জাতির ইতিহাসে অন্যতম দুটি বড় আন্দোলনের পরিসমাপ্তি ঘটিযেছে । যদিও এর কোনটিই খুব সুখকর নয় । তার চেয়ে বড় কথা হলে দুটি আন্দোলনই একটি অন্যটির কাওন্টার হিসেবে সৃষ্টি হয়েছে এবং কাকতালিয় ভাবে দুটির পরিসমাপ্তিও একই সাথে ঘটলো তবে ভিন্ন ভাবে ।
কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে গণজাগরণ মঞ্চের আন্দোলনে শেষ পর্যন্ত যতটুকু সাধারনের অংশ ছিলো বলে মনে করা হত ; আজ আওয়ামী সমর্থন পুষ্টদের দ্বারা ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ও পদ থেকে অব্যাহতি দেয়ার ঘোষণার মাধ্যমে তার আসল একদলিয় রুপটাই দেয়া হল । মানে ঐ আন্দোলনের মৃত্যূ হল । আলহাম্দুলিল্লাহ ।
অন্যদিকে গণজাগরণ মঞ্চের নামে নাস্তিকদের আন্দোলনের বিপরীতে গড়ে ওঠা হেফাজতের আন্দোলন - হাজার শহীদের আন্দোলন ও গত দুদিনের সম্মেলনের আড়ালে আসলে সমাপ্তিই টানা হয়েছে । সরকারকে ‘বন্ধু’ বলে ঘোষণার মাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষনা দেযা হয়েছে । হুজুররা জানাতে চেয়েছেন , যা হয়েছে অনেক হয়েছে ;আর না । এবার আমরা আমাদের আগের অবস্তানে ফিরে যেতে চাই ।
শুধু মাঝখান থেকে শহীদ হলেন মুহতারাম কাদের মোল্লাসহ হাজারো নাম না জানা মুজাহিদ ভাইয়েরা । যাদের নাম হয়তো এই পৃথিবী কখনো জানতে পারবে না ।
বিষয়: রাজনীতি
১৩৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
নাস্তিক আর আস্তিকের মধ্যে পার্থক্য যদি শুধু স্রষ্টায় বিশ্বাস আর ধর্ম হয়, তাহলে দুজনের পরিনতি ও স্থায়িত্ব একই হবে।
গনজাগরনের চেতনার মৃত্যুর সাথে সাথে হেফাজতের মৃত্যু সে কারনে হয়েছে। তবে হেফাজত ও গনজাগরনমঞ্চ মাঝে মাঝে উকিযুকি মারতে পারে তাই বিভ্রান্ত হওয়ার কারন নেই।
নেতাদের একেক জনের বয়স তো ৬০ এর কম হবে না । এই বয়সে ডিমের স্বাদ তারা নিতে পারবে বলে মনে হয় না ।
নাস্তিক বিরোধী আন্দোলনের কারনে কি কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল?
আসলে যারা চোখে দেখেও দেখেনা তাদের ধারনা এরকম।
হেফাজত এর গাঁথুনি মজবুত এবং চলবে।
শহীদের রক্তের প্রতিটি ফোটা কথা বলবে।
মন্তব্য করতে লগইন করুন